কালীঘাটে তৃণমূলের বৈঠক। নিজস্ব চিত্র।
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: জেলাওয়ারি বৈঠক থেকেও রাম-বামকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে সিপিএমের জনসভাকে ‘কঙ্কাল নায়কদের ব্রিগেড’ বলে কটাক্ষ করলেন তো অন্যদিকে বিজেপিকে ডাকাতের দল বলে আক্রমণ শানালেন তিনি। তবে এদিনের বৈঠকে কংগ্রেস সম্পর্কে একটি শব্দও খরচ করেননি তৃণমূল সুপ্রিমো। যা দেখে রাজনৈতিক মহলের ধারনা, কংগ্রেসকে উহ্য রেখে জোটবার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা ভোটের আগে বুধবার কালীঘাটে পশ্চিম মেদিনীপুরের জেলাওয়ারি নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বৈঠকে একদিকে যেমন দলের অভ্যন্তরীণ ঐক্যকে মজবুত করার বার্তা দিলেন নেত্রী তেমনই বিরোধী দলগুলিকেও নিশানা করলেন তিনি। গত রবিবার ছিল ডিওয়াইএফআইয়ের ব্রিগেড। সেই সমাবেশকে কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “কঙ্কাল নায়করা ব্রিগেড করে বলবে আর সে কথা আমাদের শুনতে হবে। যারা কঙ্কালের নায়করা বড়-বড় কথা বলবে এটা হতে পারে না।” শুধু লাল শিবির নয়, মমতা নিশানায় ছিল গেরুয়া শিবিরও। বারবার তৃণমূলকে ‘চোরের দল’ বলে কটাক্ষ করেছে বিজেপি। এর পালটা হাতিয়ার তৈরি করে দিলেন মমতা। তাঁর কথায়, “বিজেপি আমাদের চোর বলছে, ওদের ডাকাত বলুন। ওরা যে আমাদের টাকা দিচ্ছে না। সেটা প্রচার করুন।”
তবে এদিন কংগ্রেস সম্পর্কে একটি শব্দ খরচ করেননি তৃণমূল সুপ্রিমো। বরং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমরা ইন্ডিয়া জোটেই থাকব।” জোটের রাস্তা খোলা রাখছে তৃণমূল। এমনই দাবি ওয়াকিবহাল মহলের। সবমিলিয়ে লোকসভার আগে এদিন জেলা নেতৃত্বকেও বাম-রাম ও কংগ্রেসকে নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিলেন দলনেত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.