Advertisement
Advertisement

Breaking News

লকডাউন

প্রয়োজনীয় ক্ষেত্রে ছাড় দিয়েই ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়াল রাজ্য

সংক্রমণের কথা মাথায় রেখে লোকাল ট্রেন-মেট্রো রেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Mamata Govt. extends Lock Down in State till 31st July
Published by: Subhamay Mandal
  • Posted:June 24, 2020 7:25 pm
  • Updated:June 24, 2020 7:25 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। এই অবস্থায় রাজ্যে লকডাউনের (Lock Down) মেয়াদ বাড়াচ্ছে সরকার। বুধবার নবান্ন সভাঘরে সর্বদলীয় বৈঠকে পারস্পরিক আলোচনায় ঐকমত্যে এসেই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বৈঠকের পরে জানান, ‘পরিস্থিতি যেদিকে যাচ্ছে, প্রয়োজবীয় পদক্ষেপ হিসাবে আমরা সব দলের প্রতিনিধিরা আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে এসেছি। রাজ্যে লকডাউন বাড়ানো হচ্ছে। তবে যেগুলিতে ছাড় দেওয়া রয়েছে আগের মতো সেগুলি তেমনই থাকবে। আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে।’

প্রসঙ্গত, এর আগে রাজ্যে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণ করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার মধ্যেও রাজ্যে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস, ধর্মীয় প্রতিষ্ঠান, শপিং মল রেস্তরাঁ খুলে দেওয়ার অনুমতি দেয় রাজ্য সরকার। বাস-ট্যাক্সি-ফেরি পরিষেবাও চালু হয়ে গিয়েছে। কিন্তু করোনা সংক্রমণের কথা মাথায় রেখে লোকাল ট্রেন-মেট্রো রেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনও সেই কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পরিবহণ ব্যবস্থা নিয়ে বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন প্রতিনিধি সমস্যার কথা জানিয়েছেন। সেটা যাতে সমাধান হয় সেই ব্যবস্থা করছে সরকার। লকডাউন নিয়ে অনেকের অনেক মতামত ছিল। কেউ বলেছেন, আরও কড়া লকডাউন করা হোক। কেউ বলেছেন, চারদিনের মাথায় কেন প্রথমে লকডাউন করা হয়েছিল। সবটাই শুনেছি। তবে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বাড়ানোর বিষয়ে ঐকমত্যে এসেছি আমরা।’

Advertisement

[আরও পড়ুন: ‘দিদিমণির পাঠশালায় যাচ্ছি’, সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার আগে খোঁচা দিলীপের]

তবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে ৩১ জুলাই পর্যন্ত একথা তিনি জানিয়েছেন। কিন্তু উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি পূর্ব নির্ধারিত দিনেই হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগে যে যে ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল সেগুলি চলবে। তবে কোনও পরিবর্তন হলে সেটা পরে জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement