Advertisement
Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়

‘ত্রাণ থেকে কেউ বঞ্চিত হলে নেওয়া হবে ব্যবস্থা’, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আমফান বিধ্বস্ত মৎস্যজীবীদের আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেন তিনি।

Mamata government helps cyclone Amphan devasted people

ফাইল ফটো

Published by: Sayani Sen
  • Posted:June 3, 2020 5:00 pm
  • Updated:June 3, 2020 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেশনে দুর্নীতি চলছে বলে বারবার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। আমফান বিধ্বস্তরা ঠিকমতো ত্রাণ পেয়েছেন কিনা, তা নিয়ে সংশয় প্রকাশও নতুন কিছুই নয়। এই পরিস্থিতিতে ত্রাণ থেকে আমফান বিপর্যস্ত কেউ বঞ্চিত হলে, কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে আমফান বিধ্বস্ত মৎস্যজীবীদের আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেন তিনি।

গত ২০ মে বাংলার উপর করাল থাবা বসায় প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সুন্দরবনের বহু মানুষ এখনও গৃহহীন। প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রায় দু’সপ্তাহ পর এখনও বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “রাজ্যে সাড়ে ৪ লক্ষ পোস্ট ভেঙেছে। জল জমে থাকায় এখনও সব পোস্টের কাজ করা সম্ভব হয়নি। ঝড়ের পর বিদ্যুৎ দপ্তর ভাল কাজ করেছে। খেঁজুরি, নন্দীগ্রাম, হাওড়া, মিনাখা, হাড়োয়া, সন্দেশখালি, বসিরহাট, হিঙ্গলগঞ্জের একাংশে এখনও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা সাধ্যমতো কাজ করছেন।” এছাড়াও টিউবওয়েল এবং নদীবাঁধ মেরামতির কাজও চলছে বলেই জানান তিনি। আমফানে মৎস্যজীবীদের ছোট নৌকা ক্ষতিগ্রস্ত হলে তাঁদের ১০ হাজার টাকা এবং ছিঁড়ে যাওয়া জাল মেরামতির জন্য ২৬০০ টাকা করে আর্থিক সাহায্য করেছে রাজ্য সরকার।

Advertisement

[আরও পড়ুন: ‘সহ উপাচার্য বিতর্ক বোতলবন্দি করেছি’, বর্ধমান বিশ্ববিদ্যালয় ইস্যুতে সুর নরম রাজ্যপালের]

এদিকে, ঘূর্ণিঝড় আমফানের দাপটে বাড়ি এবং বিদ্যুতের খুঁটির পাশাপাশি গাছেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আমফানের তাণ্ডব থেকে রক্ষা পায়নি সুন্দরবনের ম্যানগ্রোভও। তাই পরিবেশ দিবস থেকে সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভ লাগানো হবে বলেই জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও কলকাতা পুরসভা, কলকাতা এবং পশ্চিমবঙ্গ পুলিশের তরফেও গাছ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

[আরও পড়ুন: বাড়িতেই চলছিল চিকিৎসা, দ্রুত করোনামুক্ত হতে এবার হাসপাতালে ভরতি হলেন সুজিত বসু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement