Advertisement
Advertisement
মমতার চিঠি

CAA বিরোধিতায় যৌথ আন্দোলনের ডাক, অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি মমতার

ঝাড়খণ্ডে বিজেপির হারের পরই এই পদক্ষেপ মুখ্যমন্ত্রীর।

Mamata Bannerjee sends letter to CM of non-BJP states
Published by: Sucheta Sengupta
  • Posted:December 23, 2019 7:28 pm
  • Updated:June 22, 2022 2:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ড বিধানসভা ভোটে বিজেপির হারের ট্রেন্ড স্পষ্ট হতেই বিরোধী জোটকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদ জোরদার করতে পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি সমস্ত অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠালেন। চিঠি লিখলেন মহারাষ্ট্রে সরকার গঠনের মূল কাণ্ডারি এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারকেও। তাঁদের সকলের কাছে মমতার আবেদন, CAA ও NRC বিরোধী লড়াইয়ে একযোগে শামিল হোন।

mamata-letter1

Advertisement

এর আগে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় স্তরে বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করার কাজ সবচেয়ে ভালভাবে করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই। গত লোকসভাতেও তাঁর নেতৃত্বে দেশজুড়ে অবিজেপি রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে ফেডেরাল ফ্রন্ট তৈরির কাজ খুব কম এগোয়নি। বরাবরই বিজেপি বিরোধিতায় সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার নাগরিকত্ব প্রদান নিয়ে সদ্য পাশ হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদও সবচেয়ে জোরদার হচ্ছে এই বাংলায়।রাজ্যের শাসকদল তৃণমূল টানা CAA বিরোধী আন্দোলনে একগুচ্ছ কর্মসূচি পালন করছে। 

[আরও পড়ুন: যাদবপুরে আচার্যের ‘গান্ধীগিরি’, বিক্ষোভ শান্ত করে পড়ুয়াদের সঙ্গে কথা বললেন ধনকড়]

মমতার এই আন্দোলনকে গুরুত্ব দিতে বাধ্যে হচ্ছে কেন্দ্রও। রবিবার দিল্লির রামলীলা ময়দানে নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে জনসভা করতে গিয়ে প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীর নাম করে সরাসরিই তোপ দেগেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটে দেশের আরও ৯ টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও CAA লাগু করতে আপত্তি জানিয়ে দিয়েছেন।

সেসবে ভর করেই এবার CAA বিরোধী আন্দোলনকে একেবারে সামনের সারিতে আনতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই ফের সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ করতেই তাঁর এই চিঠি পাঠানো। চিঠিতে CAA’র পাশাপাশি এনআরসি নিয়ে প্রতিবাদের স্বর তোলার অনুরোধও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে, মুখ্যমন্ত্রী না হওয়া সত্ত্বেও মহারাষ্ট্রে বহু টানাপোড়েনের পর বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেওয়া বিরোধী জোটের সরকার গঠনের কাণ্ডারি এনপিসি সুপ্রিমো শরদ পওয়ারকেও চিঠি লিখেছেন মমতা। তাঁর আহ্বানে সাড়া দিয়ে বিরোধীরা কীভাবে CAA’র প্রতিবাদে সোচ্চার হন, সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: CAA-NRC বিরোধী বিজ্ঞাপনের উপর জারি অন্তর্বর্তী স্থগিতাদেশ, হাই কোর্টে ধাক্কা রাজ্যের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement