Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

জাতীয় স্তরে আরও জনপ্রিয় TMC নেত্রী, দেওয়াল লিখনে প্রতিটি ভাষায় লেখা ‘মা মমতা’র নাম

উত্তর কলকাতায় ফুটে উঠছে এই অভিনব দেওয়াল লিখন।

Mamata Banerjee's name is written in every regional language of India through wall painting | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 18, 2021 9:44 pm
  • Updated:July 18, 2021 9:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার গণ্ডি পেরিয়ে আগেই ভারতের নানা প্রান্তে পা বাড়িয়েছে দল। আঞ্চলিক থেকে হয়ে উঠেছে জাতীয়। অসম, ত্রিপুরা, পাঞ্জাব-সহ একাধিক রাজ্যে মাথা তুলেছে ঘাসফুল। অস্তিত্ব জাহির করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। আর এই সব কিছুর নেপথ্যেই একক, অদ্বিতীয় যিনি, তিনি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জাতীয় স্তরে তাঁর জনপ্রিয়তা যে আরও বাড়ছে, তার সাম্প্রতিকতম প্রমাণ আসন্ন ২১ জুলাই বাংলার পাশাপাশি দিল্লি, গুজরাটেও নেত্রীর বার্তা পৌঁছে যাবে। এসব জায়গায় জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে মমতার বক্তৃতা। তাছাড়া সম্প্রতি তামিলনাড়ুতে ‘আম্মা’রূপে দেওয়াল লিখনে ফুটে উঠেছে মমতার অবয়ব। আর তাঁর এই সর্বজনীনতাকে শ্রদ্ধা জানিয়ে দেশের প্রতিটি ভাষায় তাঁর লেখা নাম ফুটে উঠছে উত্তর কলকাতার দেওয়ালে। দেশের মানচিত্রের প্রতিটি রাজ্যে সেখানকার আঞ্চলিক ভাষায় লেখা হচ্ছে – মা মমতা। উদ্যোক্তা হুগলির (Hooghly) যুব তৃণমূল কংগ্রেস।

Advertisement

স্থান – উত্তর কলকাতা (North Kolkata)। দেওয়াল – ১২×১৬ ফুট। এখানেই নানা রং দিয়ে আঁকা হয়েছে ভারতের এক বড়সড় মানচিত্র। ২৯ রাজ্য রাঙিয়ে দেওয়া হয়েছে ২৯ টি পৃথক রঙে। আর তার মধ্যেই লেখা – মা মমতা। শুধু এটুকু বললেই প্রচারের কথা সম্পূর্ণ হয় না। প্রত্যেকটি রাজ্যের যে আঞ্চলিক ভাষা, সেই ভাষাতেই মানচিত্রে রাজ্যগুলির মধ্যে লেখা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। পাশেই আঁকা লড়াইয়ের মুখ – তৃণমূল (TMC) সুপ্রিমোর অবয়ব। সাদা-কালো তুলির টানে। এখানে আর কোনও রং নেই। কারণ, তাঁকে আলাদা করে কোনও রঙে রাঙাতে হয় না। শুধু মুখটাই যথেষ্ট। তাতেই হাজার কীর্তির ছাপ ফুটে ওঠে।

[আরও পড়ুন: কেরল থেকে কলকাতায় ‘কাবুলিয়ালা’র চরবৃত্তি? শহরে গ্রেপ্তার আফগান যুবক]

এহেন অভিনব কর্মকাণ্ডের মূল উদ্যোক্তা হুগলির যুব তৃণমূল কংগ্রেস। তাঁদের উদ্যোগেই উত্তর কলকাতায় এমন দেওয়াল লিখন। কাজ কম নয় কিছু। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এ মাসের শেষ সপ্তাহে প্রথম দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিরোধী দলের সঙ্গে তাঁর সাক্ষাৎ অতি তাৎপর্যপূর্ণ। ২০২৪ লোকসভা নির্বাচনে বিরোধী ঐক্যে শান দেওয়ার কাজটি হয়ত এই দিল্লি সফর থেকেই শুরু করবেন তিনি। তার আগেই দেশের প্রতি রাজ্যে ‘মা মমতা’কে পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব নিয়েছে  যুব তৃণমূল কংগ্রেস। 

[আরও পড়ুন: কোভিড পরিস্থিতিতেও অটল ছিলেন কর্তব্যে, করোনায় মৃত্যুর পর সম্মান পেলেন ২ রেলকর্মী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement