Advertisement
Advertisement
কবিতা

ভগ্ন বিদ্যাসাগর, কলমে-কাব্যে ‘লজ্জিত’ মুখ্যমন্ত্রীর বিজেপিকে খোঁচা

আগেও কবিতার মাধ্যমে একাধিক ঘটনার প্রতিবাদ জানিয়েছেন মমতা৷

Mamata Banerjee writes a poem over Vidyasar's statue vandalism
Published by: Sayani Sen
  • Posted:May 17, 2019 9:40 pm
  • Updated:May 17, 2019 9:40 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনার পর কেটে গিয়েছে প্রায় চারদিন৷ কিন্তু সমাজের ধারক-বাহকের অবমাননায় এখনও ক্ষোভে ফুঁসছে তিলোত্তমা৷ রাজনৈতিক মহলে চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা৷ প্রতিবাদে প্রচার মঞ্চ থেকে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার সোশ্যাল মিডিয়াতেও মূর্তি ভাঙার প্রতিবাদে কবিতা লিখলেন তিনি৷

[ আরও পড়ুন: ‘বিদ্যাসাগরের মূর্তি তৈরি করব আমরাই’, মোদিকে চ্যালেঞ্জ করে ঘোষণা শিক্ষামন্ত্রীর]

একাধিক ইস্যুতে আগেও কবিতা লিখেছেন মুখ্যমন্ত্রী৷ যখন কলম ধরেছেন,তখনই প্রতিবাদের ভাষাই যেন দৃপ্ত হয়ে উঠেছে৷ বিদ্যাসাগর কলেজের বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের ঘটনাতেও তার অন্যথা হয়নি৷ সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতাতে সেই একই প্রতিবাদের সুর৷ ‘লজ্জিত’ কবিতার ছত্রে ছত্রে উঠে এসেছে ধিক্কার৷ লজ্জাজনক এই ঘটনায় ক্ষমা চাওয়ার স্পর্ধাও নেই বলেই কবিতায় উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী৷ তবে শুধু ধিক্কার এবং লজ্জাই নয়৷ কলমের খোঁচায় তিনি আক্রমণ করেছেন গেরুয়া শিবিরকেও৷ টাকার মাধ্যমে একদল মানুষ সমাজকে অবক্ষয়ের পথে ঢেলে দিচ্ছে বলে পরোক্ষে বিজেপিকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

[ আরও পড়ুন: দিনভর আটকে রাখার অভিযোগ, প্রচারের শেষে ‘বিদ্যাসাগর’ পেলেন মাত্র ১৫০ টাকা]

সপ্তম দফার ভোটের আগে মঙ্গলবার শহরে প্রচারে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ শহরে বিজেপির অন্যতম শীর্ষ নেতার রোড শো চলাকালীন অশান্তির সূত্রপাত৷ ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়৷ ভাঙচুর করা হয় নির্বাচন কমিশনের গাড়িও৷ সন্ধেয় মিছিল পৌঁছায় বিদ্যাসাগর কলেজের কাছে৷ তখন প্রায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় তিলোত্তমায়৷ ভাঙচুর করা হয় বিদ্যাসাগরের মূর্তিও৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সেই তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে৷ তবে গোটা ঘটনায় একে অপরকে দায়ী করতে ব্যস্ত তৃণমূল এবং বিজেপি৷ ভাঙচুরের মাঝেই প্রকট হয়ে উঠেছে কারা মূর্তি তৈরি করবে, তা নিয়ে তরজাও৷ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পঞ্চধাতুর মূর্তি তৈরির আশ্বাস দিয়েছিলেন৷ তবে গেরুয়া শিবিরের দাবি নস্যাৎ করে দেওয়া হয়েছে৷ শিক্ষাদপ্তরের তত্ত্বাবধানে মূর্তি তৈরি হবে বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement