Advertisement
Advertisement

‘আদালতে আমাদের জয় হয়েছে’, তিনদিনের মাথায় ধরনা তুলে নিলেন মমতা

এরপর দিল্লিতে ধরনায় বসার ঘোষণা মুখ্যমন্ত্রীর।

Mamata Banerjee withdraws dharna
Published by: Subhamay Mandal
  • Posted:February 5, 2019 6:33 pm
  • Updated:February 5, 2019 6:51 pm  

মণিশংকর চৌধুরি: অবশেষে তৃতীয় দিনের মাথায় জোটসঙ্গীদের অনুরোধে সত্যাগ্রহ ধরনা তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখানেই শেষ নয়, বরং কেন্দ্রের বিরুদ্ধে সংঘাত জারি রাখবেন তিনি। মঙ্গলবার সন্ধেয় ধরনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দিল্লির রাজপথে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘এই ধরনা দেশের মানুষের জয়। কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে। দেশের সংবিধান বাঁচাতে, গণতন্ত্রকে রক্ষা করতে এই ধরনা ছিল। সুপ্রিম কোর্টে আমাদের নৈতিক জয় হয়েছে। কিন্তু এটা প্রথম ধাপ। এরপর জোটসঙ্গীদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে নামব।’

এদিন সকালে সুপ্রিম কোর্টের রায়ের পরই মমতা বলেন, এটা নৈতিক জয়। তারপর বিকেলের দিকে ধরনা মঞ্চে প্রতিশ্রুতি মতো উপস্থিত হন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। তারপর আসেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁদের সঙ্গে আলাদা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। দীর্ঘক্ষণ বৈঠকের মমতা ঘোষণা করেন, জোটসঙ্গীদের অনুরোধেই ধরনা প্রত্যাহার করে নিলেন তিনি। বলেন, ‘আদালতে আমাদের জয় হয়েছে। সংবিধান মানছে না কেন্দ্র। দেশের গণতন্ত্র, সংবিধানকে রক্ষা করতে এই ধরনা ছিল। আদালতের রায়ে এই ধরনার জয় হয়েছে।’

Advertisement

[‘নৈতিক জয়’, সুপ্রিম রায়কে হাতিয়ার করে কেন্দ্রকে তোপ মমতার]

এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাজ্যের মুখ্যসচিবকে রাজীব কুমারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশের চিঠি প্রসঙ্গে বলেন মমতা। কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, ‘কমিশনার ধরনায় বসেননি। এটা রাজনৈতিক ধরনা নয়। শুধু রাজীব কুমারের পিছনে পড়ে রয়েছে ওরা। যতসব ভ্যালুলেস চিঠি। রাজীব এসেছিল আমার সঙ্গে দেখা করতে।’ মঞ্চে উপস্থিত টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডু বলেন, ‘সব এজেন্সিকে নিয়ন্ত্রণ করতে চাইছে কেন্দ্র। সংবিধানকে ধ্বংস করতে চাইছে কেন্দ্র। আমরা তদন্তের বিরুদ্ধে নই, কিন্তু প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে।’ তিনি আরও জানান, দিল্লিতে মমতার ধরনায় তিনি শরিক হবেন। মমতার এই ৪৬ ঘণ্টার সত্যাগ্রহ ধরনাকে ঐতিহাসিক বলে অভিহিত করেন চন্দ্রবাবু।

[রাজীব কুমারের বিরুদ্ধে রাজ্যকে বিভাগীয় তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের]

 

ছবি: শুভাশিস রায়

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement