ফাইল ছবি
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: “দল কারও পৈতৃক সম্পত্তি নয়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী সকলকে চলতে হবে।” পঞ্চায়েত ভোটের আগে ভারচুয়াল বৈঠক থেকে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পঞ্চায়েত ভোটের আগে তাঁর স্পষ্ট বার্তা, “পঞ্চায়েতের প্রার্থী হবে ইলেক্টেড, সিলেক্টেড নয়।” অর্থাৎ মানুষ যাকে চাইবে তিনিই প্রার্থী হবেন। আর নামের তালিকা চূড়ান্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পঞ্চায়েত নির্বাচনের আগে সাংগাঠনিক জেলার সভাপতিদের নিয়ে ভারচুয়াল বৈঠক করেন অভিষেক। কেমন হবে পঞ্চায়েত ভোট, কীভাবে প্রার্থী নির্বাচন হবে, শান্তিপূর্ণ নির্বাচন করাতে তৃণমূলের ভূমিকা কী হবে, এদিনের বৈঠকে সেই রূপরেখা তৈরি করে দেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “২০১৮ আর ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে অনেক ফারাক৷ অনেক পার্থক্য থাকবে। বিধায়ক- সাংসদ বাছাইয়ের মতো করে ভোট হবে এই পঞ্চায়েতে। রাজনৈতিক সবকটি দল গণতান্ত্রিক ভাবে প্রার্থী, মনোনয়ন দেবে। লোকসভা, বিধানসভায় যেভাবে ভোট হয়েছে সেভাবে হবে। যেখানে বিরোধীরা মনোনয়ন দিতে পারবে না, প্রয়োজনে আমরা দাঁড়িয়ে থেকে মনোনয়ন জমা করাব।
দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও নিয়ম বেঁধে দেন সাংসদ। অভিষেক জানিয়েছেন, “গায়ের জোরে প্রার্থী নয়। মানুষ যাকে চাইবে তাঁকেই প্রার্থী। প্রত্যেকে নাম পাঠান। সকলের সঙ্গে আলোচনা করে নাম পাঠান। এমন কিছু নাম এসেছে যাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে। দল তাঁদের প্রার্থী করবে না। করে খাওয়ার জায়গা পঞ্চায়েত নয়।” তাঁর আরও সংযোজন, “আপনাদের আবারও বলে দিচ্ছি, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। আপনাদের থেকে প্রাপ্ত তালিকা আমরা নেত্রীর কাছে পাঠিয়ে দেব।”
১০০ দিনের কাজে বাংলাকে বঞ্চনা নিয়েও এদিন ভোকাল টনিক দেন অভিষেক। আমজনতার কাছে সেই বঞ্চনার খতিয়ান তুলে ধরার নির্দেশও দেন। অভিষেকের কথায়, ” বাংলা একমাত্র রাজ্য, যার সাথে বঞ্চনা করা হচ্ছে। মানুষের কাছে গিয়ে বোঝান, বিজেপি হেরে গিয়ে টাকা আটকে রেখেছে।” ইদের পর ২৪ তারিখ থেকে ২৫ মে অবধি স্বাক্ষর গ্রহণ চলবে। ১০০ দিনের কাজে বঞ্চিতদের নিজের হাতে প্রধানমন্ত্রী ও গ্রামোন্নয়ন মন্ত্রীকে চিঠি লিখতে হবে। প্রত্যেক বুথ থেকে, প্রত্যেক অঞ্চল থেকে এই চিঠি লেখা হবে। অন্তত দেড় কোটি স্বাক্ষর ও ২ লক্ষ মানুষকে নিয়ে রাজ্যের পাওনা আদায় করতে দিল্লি যাবেন অভিষেক। তাঁর ঘোষণা, “টাকা আদায় করেই ছাড়ব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.