Advertisement
Advertisement

Breaking News

TMCP

২০২৪এ লোকসভা নির্বাচনের লড়াই কোন পথে, TMCP’র সভায় বার্তা দেবেন মমতা

ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে আজ কর্পোরেট ধাঁচে পালিত হবে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস।

Mamata Banerjee will decide 2024 Assembly poll strategy on TMCP meeting | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:August 29, 2022 8:59 am
  • Updated:August 29, 2022 9:07 am  

স্টাফ রিপোর্টার: চব্বিশের লোকসভা ভোটের লড়াই কোন পথে? তৃণমূল ছাত্র পরিষদের (TMCP)মহা সমাবেশে আজ গান্ধীমূর্তির পাদদেশে সেই বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ‌্যায় (Mamata Banerjee)। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেত্রীর ভাষণের দিকে নজর প্রত্যেকের। অন‌্যতম আকর্ষণ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায়। তাঁর বক্তব‌্য শোনার জন‌্যও মুখিয়ে রয়েছেন ছাত্রছাত্রীরা।

রবিবার রাতের মধ্যেই উত্তরের জেলাগুলি থেকে লক্ষাধিক ছাত্রছাত্রী কলকাতায় পৌঁছেছেন। এদিনই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কিন্তু দিনটি রবিবার হওয়ায় সোমবার মূল কর্মসূচি করার কথা বলেছিলেন তৃণমূল নেত্রী। এবারে একেবারে কর্পোরেট ধাঁচে কর্মসূচির আয়োজন হয়েছে। তরুণ ব্রিগেডকে সামনে রেখে লড়াইয়ের জন‌্য এদিনই একপ্রস্থ শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে লিখেছেন, ‘‘আমি আমাদের ছাত্র সম্প্রদায়ের সকল সদস্যকে তাদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানাচ্ছি। তৃণমূল পরিবারের প্রতি আপনাদের অক্লান্ত অবদান সবার জন্য খুবই মূল্যবান। তোমরাই আমাদের গর্ব। মানুষের জন‌্য, দেশের লড়াই কখনও ছাড়বে না।’’ শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেকও (Abhishek Banerjee)। টুইট করে লেখেন, ‘‘গণতন্ত্রের প্রকৃত চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদের দীর্ঘ ও কঠিন লড়াই সর্বদাই প্রশংসিত। ভবিষ‌্যৎ তোমাদেরই। আরও উজ্জ্বল হয়ে ওঠো।’’

Advertisement

সভার প্রস্তুতি কেমন হয়েছে, তা দেখতে রবিবার সন্ধ‌্যায় অভিষেক সভামঞ্চ ঘুরে দেখেন। দরকারি কিছু নির্দেশও দেন।

সোমবার গান্ধী মূর্তির পাদদেশের অনুষ্ঠান নিয়ে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন রীতিমতো উত্তেজনায় ফুটছে। তাদের এবারের স্লোগান – চব্বিশের লক্ষ্যে চব্বিশ। এবার তাদের ২৪ বছর। সামনে আবার ২০২৪-এর লোকসভার (Loksabha Election) লড়াই। সেই সূত্রেই তাদের এমন স্লোগান। সমস্ত কলেজ, বিশ্ববিদ‌্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সদস‌্যদের সকাল ১১টার মধ্যে সমাবেশে পৌঁছনোর কথা জানানো হয়েছে। থাকবেন দলের সর্বস্তরের নেতৃত্ব। সভায় দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানাতে বেশ কিছু চমকও থাকছে। তার মধ্যে একটি হল, জাতীয় পতাকার রঙে ৫০০০ ছাত্রছাত্রী মাথায় তিনরঙা টুপি পরে বসবেন। লক্ষ‌্যমাত্রা নেওয়া হয়েছে লক্ষাধিক জমায়েতের।

[আরও পড়ুন: পরীক্ষায় ফেল করবেন হবু স্ত্রী! জানতে পেরেই স্কুলে আগুন ধরিয়ে দিল স্বামী

এই সভা থেকে নেত্রীর বার্তা নিয়েই চব্বিশের লড়াইয়ের লক্ষ্যে ঝাঁপাবে ছাত্রছাত্রীরা। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের কোনও প্রভাবই যে ছাত্রসমাজের উপর পড়েনি সে কথা বোঝাতেই এদিন রেকর্ড মাত্রায় জমায়েতের কথা বলা হয়েছে। দলের তরফ থেকেও এদিন প্রত্যেককে শুভেচ্ছা জানানো হয়েছে। টুইট করে লেখা হয়েছে, ‘‘আমরা নিশ্চিত যে সদস্যরা তাঁদের নিষ্ঠা ও বুদ্ধিমত্তা দিয়ে তৃণমূল ছাত্র পরিষদকে আরও উচ্চতর জায়গায় নিয়ে যাবে। ভবিষ্যতের জন্য শুভ কামনা।’’

[আরও পড়ুন: ছিল গগনচুম্বী অট্টালিকা, হল ধুলোর স্তূপ, নিমেষে ধ্বংস নয়ডার টুইন টাওয়ার, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement