Advertisement
Advertisement
Mamata Banerjee

‘ধর্ষণ বিরোধী আইন পাশ করাব, রাজ্যপাল সই না করলে রাজভবন ঘেরাও’, হুঁশিয়ারি মমতার

মমতা বললেন, "ধর্ষণের মামলায় দোষীর ফাঁসির বিল আনব। তাতে রাজ্যপালকে সই করতেই হবে। নাহলে রাজভবন ঘেরাও করবে বাংলার মহিলারা।"

Mamata Banerjee warns Raj Bhavan Gherao if RG Kar culprit not brought to justice
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 28, 2024 1:28 pm
  • Updated:August 28, 2024 2:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ দিনের মধ্যে আর জি কর কাণ্ডে দোষীকে ফাঁসি দিতে হবে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে এই দাবিতে সরব হলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন ধর্ষণ বিরোধী আইন পাশের কথা জানালেন তিনি। রাজ্যপাল সই না করলে রাজভবন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিলেন মমতা। বললেন, “ধর্ষণের মামলায় দোষীর ফাঁসির বিল আনব বিধানসভায়। তাতে রাজ্যপালকে সই করতেই হবে। না হলে রাজভবন ঘেরাও করবে বাংলার মহিলারা। টানা ধরনা চলবে।”

আর জি কর কাণ্ডে তোলপাড় বাংলা। দোষীর শাস্তির দাবিতে একজোট সবমহল। মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ। তাতে পুলিশি অত্যাচারের অভিযোগে আজ, বুধবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি। এরই মাঝে এদিন মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে শামিল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই আর জি কর কাণ্ডে দোষীর ফাঁসির দাবি জানালেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, “সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর এতদিন পেরিয়ে গেল। এখনও কিছুই হল না কেন? আমি পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। সময়সীমা শেষ হওয়ার আগেই সিবিআইকে তদন্তভার দিয়ে কেসটা জলে ফেলে দেওয়া হল।” এর পরই হুঙ্কার ছেড়ে বললেন, “ধর্ষণের শাস্তি ফাঁসি কেন হবে না? আমি চাই যে কোনও ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসি হোক।”

Advertisement

[আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১২ সাংসদ, রাজ্যসভায় ‘ম্যাজিক ফিগার’ ছুঁল NDA]

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ধর্ষণের ঘটনায় দোষীর ফাঁসির বিল পাশ করা হবে বিধানসভায়। তার পর নিয়ম মেনে সেটা পাঠানো হবে রাজ্যপালের কাছে। উনি যদি সই না করেন, তাহলে মহিলারা এর পর রাজভবন ঘেরাও করবে। সই না করা পর্যন্ত ধরনা চলবে। এদিন দোষীর ফাঁসির দাবিতে শনিবার ব্লকে ব্লকে কর্মসূচিও ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: ইতিহাসে কনিষ্ঠতম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান জয় শাহ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement