Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

কবে ছাত্র নির্বাচন? শিক্ষামন্ত্রীকে সময় বেঁধে দিলেন মমতা

কলেজে সেমেস্টার চালু হয়েছে। ফলে ভোট প্রক্রিয়ায় বদল আসবে।

Mamata Banerjee wants to conduct students vote after Durga Puja

মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by: Paramita Paul
  • Posted:August 28, 2024 2:09 pm
  • Updated:August 28, 2024 3:16 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্য়ায়: দীর্ঘদিন ধরে রাজ্যে বন্ধ ছাত্র নির্বাচন। বার বার কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভোট করানোর দাবি জানিয়েছে বিরোধীরা। এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) মুখেও শোনা গেল সেই একই কথা। কলেজে সেমেস্টার চালু হয়েছে। ফলে ভোট প্রক্রিয়ায় বদল আসবে। সেই নয়া প্রক্রিয়া কার্যকর করে কবে ছাত্রভোট করানো হবে, তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে জানিয়ে দিলেন মমতা।

বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ছাত্র ভোটের পক্ষে সওয়াল করলেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “ছাত্রদের নির্বাচন এবার হওয়া উচিত। এখন সেমেস্টার সিস্টেম। ব্রাত্য বসুকে বলব আসতে আসতে সেই অনুযায়ী সিস্টেম তৈরি করে নিতে।” সঙ্গে সংযোজন, “এইসব একটু শান্ত হোক, মিটে যাক। তার পর পুজোর হয়ে গেলে আসতে আসতে ছাত্র সংসদ নির্বাচনটা করিয়ে দেব।”

Advertisement

[আকও পড়ুন: র্ষণ রুখতে কড়া আইন, মোদি সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বললেন, ‘দরকারে আমি বিল আনব’]

বছর ছয় আগে, ২০১৭ সালে শেষবারের মতো ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে। এর পর বিক্ষিপ্তভাবে কয়েকটি কলেজে ভোট হলেও সামগ্রিকভাবে কিছু হয়নি। এ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও (Bratya Basu) একাধিকবার বলেছিলেন, ছাত্র সংসদ নির্বাচনে উদ্যোগী তাঁরা। পরিস্থিতি বুঝে নির্বাচন করানো হবে। বারবার বিরোধী ছাত্র  সংগঠনগুলি এনিয়ে সরব হয়েছেন। পথে নেমে আন্দোলন করেছেন। 

উল্লেখ্য,গত বছরও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ছাত্র সংসদের ভোট নিয়ে উদ্যোগী হন মমতা। বলেছিলেন, ”ছাত্রভোট করাতে হবে। আপনারা শান্তিপূর্ণভাবে ভোটটা করান। পুজোর পর হতে পারে। আলোচনা করে আমি জেলায় জেলায় নির্দেশ দিয়ে দেব।” কলকাতা হাই কোর্টও অবিলম্বে ছাত্রভোট করানোর নির্দেশ দিয়েছিল। কিন্তু তার পরেও বিশবাঁও জলেই রয়ে গিয়েছে ছাত্র ইউনিয়নের ভোটের বিষয়টি। এবার ফের ছাত্র নির্বাচনের নির্দেশ দিলেন মমতা। 

[আরও পড়ুন: বন্‌ধের বিরোধিতায় জনস্বার্থ মামলা খারিজ হাই কোর্টে, মামলাকারীকে ৫০ হাজার টাকা জরিমানা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement