Advertisement
Advertisement
কচুয়াধাম

কচুয়াধামে নিহত এবং আহতদের পরিবারের পাশে রাজ্য, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী নিজে দুটি হাসপাতাল ঘুরে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

Mamata Banerjee visits NRS Medical College and SSKM hospital
Published by: Sayani Sen
  • Posted:August 23, 2019 11:47 am
  • Updated:August 23, 2019 2:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মাষ্টমীতে ভিড়ের চাপে কচুয়াধামে পদপিষ্ট হয়ে নিহত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার৷ প্রত্যেকের পরিবার পিছু আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার সকালে এনআরএস হাসপাতালে নিহতদের পরিজনদের এবং এসএসকেএম আহতদের সঙ্গে দেখা করেন তিনি৷

[আরও পড়ুন: খানদানের সম্মান রক্ষায় আত্মসমর্পণ আরসালানের, জাগুয়ার কাণ্ডে দাবি পরিবারের]

জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বছর বহু মানুষ ভিড় জমান উত্তর ২৪ পরগনার বসিরহাটের কচুয়া ধামে৷ চলতি বছর ব্যতিক্রম নয়৷ একে মুষলধারে বৃষ্টি, তার উপর অত্যধিক ভিড় – দু’য়ের জেরে মন্দির সংলগ্ন একটি পাঁচিল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে৷ পাঁচিলের পাশেই ছিল বেশ কয়েকটি অস্থায়ী দোকান৷ ভেঙে পড়ে সেগুলিও৷ সরু রাস্তায় বিপদের হাত থেকে বাঁচতে হুড়োহুড়ি পড়ে যায়৷ তাতেই পদপিষ্ট হয়ে যান অনেকেই৷ তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ৷ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট মহকুমা হাসপাতালে৷ তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অন্তত ন’জনকে কলকাতায় এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷  মুখ্যমন্ত্রীর হাতে আসা তথ্য অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে৷ বেসরকারি সূত্রের খবর, যদিও এই দুর্ঘটনায় পুরুষ এবং মহিলা মিলিয়ে মোট পাঁচজন মারা গিয়েছেন৷ বাকিদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷

Advertisement

[আরও পড়ুন: চিদম্বরমের গ্রেপ্তারিতে গর্জে উঠল মমতার কলম! লিখলেন নতুন কবিতা]

বেলা গড়াতেই এনআরএস এবং এসএসকেএম হাসপাতাল নিজে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নিহত এবং আহতদের পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি৷ ভিড় সামলাতে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানান মুখ্যমন্ত্রী৷ নিহত এবং আহতদের পরিবারের পাশে রাজ্য সরকার রয়েছে বলেও আশ্বাস তিনি৷ এদিন নিহত চারজনের পরিবারপিছু ৫ লক্ষ টাকা, আহতদের ১ লক্ষ টাকা এবং অল্প জখমদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি৷ এছাড়া শহরের অন্যান্য হাসপাতালে কচুয়াধামে জখম কেউ ভরতি রয়েছেন কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে৷ খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে কচুয়াধামের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ অন্যান্য মন্দিরগুলির মতো কচুয়াধামে পুণ্যার্থীদের প্রবেশপথ সংস্কারের দিকে রাজ্য সরকার নজর দেবে বলেও আশ্বাস দেন তিনি৷

[আরও পড়ুন: বিদেশি এজেন্সি দিয়ে প্রাণঘাতী হামলার আশঙ্কা, তড়িঘড়ি বাড়ি বদলালেন দিলীপ ঘোষ]

মুখ্যমন্ত্রীর নির্দেশে কচুয়ার লোকনাথ ধামে যান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানান তিনি৷  

দেখুন ভিডিও:

ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement