সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনব প্রতিবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে এবার দেখা গেল ‘বিজেপি ওয়াশিং মেশিন’। যাতে কালো কাপড় দিলেই নাকি নিমেষে সেটা সাদা হয়ে যাচ্ছে। নিজের হাতে কালো কাপড় সাদা করে নজর কাড়লেন মমতা (Mamata Banerjee)।
তৃণমূলের বরাবরের অভিযোগ, ইডি-সিবিআইয়ের (ED-CBI) মতো কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে শুধু বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। আবার বিজেপিতে যোগ দিলেই তাঁদের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে। বিজেপিতে যোগ দিলেই নাকি কলঙ্কমুক্ত হয়ে যাচ্ছেন দুর্নীতিগ্রস্তরা। বিজেপি যেন ওয়াশিং মেশিন। মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে সেটাই সাধারণ নাগরিকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করা হল।
এদিন ধরনা মঞ্চে একটি ওয়াশিং মেশিনের কাট-আউট আনা হয়েছিল। যার উপরে লেখা ছিল BJP ওয়াশিং মেশিন। তারপর নিজে মুখ্যমন্ত্রী দেখালেন এই বিজেপি ওয়াশিং মেশিনে কালো কাপড় দিলেই সেটা সাদা কাপড়ে পরিণত হচ্ছে। সঙ্গে মঞ্চে উপস্থিত তৃণমূলের অন্য নেতারা গান গাইলেন, ‘ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, কালোকে করে সাদা, এটাই এর ফায়দা!’ অর্থাৎ ঘুরিয়ে মমতার বার্তা, বিজেপি দুর্নীতিগ্রস্ত, নীতিহীন নেতাদের জন্য ওয়াশিং মেশিনের মতো কাজ করছে। ধরনা মঞ্চে মমতার প্রতিবাদের এই অভিনবত্ব রীতিমতো নজর কাড়ল।
তবে মমতা যে এই প্রথম অভিনব প্রতিবাদে নজর কাড়লেন তেমন কিন্তু নয়। এর আগে একুশে জুলাইয়ের মঞ্চে মুড়ির ধামা নিয়ে ইডি-সিবিআইয়ের অতিসক্রিয়তার প্রতিবাদ করেছিলেন মমতা। সঙ্গে ছিল গ্যাসের সিলিন্ডারও। তারও আগে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় স্কুটি চালাতেও দেখা গিয়েছে মমতাকে। তবে বুধবারে ধরনা মঞ্চে এই ওয়াশিং মেশিন আনাটা রীতিমতো চমকপ্রদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.