Advertisement
Advertisement

হিম্মত নিয়ে কাজ করাই ধর্ম, বার্তা মুখ্যমন্ত্রীর

ধর্মের অর্থ বিশ্বাস, ধর্মের অর্থ ঐক্য, বললেন মমতা৷

Mamata Banerjee urges people to maintain religious harmony
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 5, 2017 4:54 pm
  • Updated:June 23, 2022 6:15 pm  

স্টাফ রিপোর্টার: ধর্মে-ধর্মে ঐক্য থাকুক৷ বিশ্বাস রাখুন মানুষের উপর৷ ধর্মের উপর৷ এটাই আমাদের পরম্পরা৷ এটাই আমাদের ভারতের আত্মা৷ গুরু গোবিন্দ সিংয়ের সাড়ে ৩০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মতলার শহিদ মিনারে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়ে এভাবেই ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷নির্ধারিত কর্মসূচি অনুযায়ীই বৃহস্পতিবার এই অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী৷

এদিন গুরু গোবিন্দ সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি দিল্লি গিয়ে দেখেছি, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কীভাবে সারা দিনের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে গুরুদ্বারগুলি৷ কত শ্রদ্ধা, পরম নিষ্ঠায় তাঁরা মানুষের সেবা করেন৷ আসলে এটা আমাদের দেশের পরম্পরা৷ এটা মন থেকে আসে৷ এই মানবসেবাই আসল ধর্ম৷ এটা একটা পরম্পরা৷” মমতা আরও বলেন, “হিম্মত নিয়ে কাজ করাই হল ধর্ম৷ এর অর্থ হল ঐক্য, বিশ্বাস৷ কেউ বড় না, কেউ ছোট না৷ আমরা সবাই এক৷ এই ঐক্য থাকতে হবে৷ মানুষের উপর বিশ্বাস রাখতে হবে৷ তবেই দেশ এগোবে৷” রাসবিহারী ও হরিশ মুখার্জি রোডে গুরু গোবিন্দ সিংজির নামে দু’টি সংগ্রহশালা ও ডানলপে তাঁর নামে একটি তোরণ বানিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement