Advertisement
Advertisement

১৯-এর লক্ষ্যে সারা বছরের কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

কী কী কর্মসূচি থাকল তালিকায়।

Mamata Banerjee unveils 2019 LS poll agenda om July 21 event
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2018 3:19 pm
  • Updated:September 16, 2019 5:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার, ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই আগামী দিনের রাজনৈতিক লাইন ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আসন্ন লোকসভা নির্বাচনকে টার্গেট করে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের নেতা ও কর্মীরা আগামিদিনে কোন পথে চলবেন তা বাতলে দিলেন তৃণমূল সুপ্রিমো৷ ভাষণের শুরুতেই প্রকাশ করলেন দলের একাধিক কর্মসূচি৷

[একুশের মঞ্চে মমতার অঙ্গীকার, লোকসভায় চাই ৪২-এ বিয়াল্লিশ]

Advertisement

বক্তব্যের শুরু থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি খড়গহস্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপির প্রতি হুঁশিয়ারি দিয়ে জানান, আসন্ন লোকসভায় রাজ্য থেকে সব কটি আসন পাবে তৃণমূল কংগ্রেস৷ বিয়াল্লিশটি আসনের মধ্যে ৪২টি পাবেন তাঁরা৷ এরপরেই দলীয় নেতা ও কর্মীদের জন্য বেশ কয়েকটি রাজনৈতিক কর্মসূচি ঠিক করে দেন দলনেত্রী৷ বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি জানান, আগামী বছরের ১৯ জানুয়ারি ব্রিগেডে বিশাল জনসভা করবে তৃণমূল কংগ্রেস৷ সেখানে উপস্থিত করানো হবে বিজেপি বিরোধী ফ্রন্টের সমস্ত নেতাদের৷ ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশ থেকেই উনিশ দখলের ডাক দেবে তৃণমূল কংগ্রেস৷ গত সপ্তাহে মেদিনীপুরের যে মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভা করে গিয়েছেন, সেই একই মাঠে আগামী ২৮ জুলাই বিশাল জনসভা করবে তৃণমূল কংগ্রেস৷ গেরুয়া শিবিরের চেয়ে আরও বেশি মানুষের সমাগম করিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে ধাক্কা দেবে দল৷ যার নেতৃত্ব দেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সি৷ থাকবেন, যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী-সহ দলের শীর্ষ নেতারা৷

[২১ জুলাইয়ের ইতিকথা কতটা জানে আজকের জনতা?]

তিনি আরও জানান, এরপর ১০ অাগস্ট সমগ্র রাজ্যে আদিবাসী দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস৷ যাকে তৃণমূল নেত্রীর রাজনৈতিক দূরদর্শিতার ফসল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ তাঁদের মতে, পঞ্চায়েত নির্বাচনে আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুরে তৃণমূলের আদিবাসী ভোট ব্যাংকে থাবা বসিয়েছে বিজেপি৷ যার পরেই আদিবাসী উন্নয়নের বিষয়টিকে নিজের দায়িত্বে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আদিবাসী সমাজ যাতে তাঁদের দিক থেকে মুখ ফিরিয়ে না নেয়, সেই কারণেই তৃণমূল নেত্রীর এই উদ্যোগ বলেই মনে করছেন অনেকে৷ আরও একাধিক অনুষ্ঠানকে দলের রাজনৈতিক কর্মসূচিকে যোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ ১৪ অাগস্ট রাতে সারা রাজ্যে ‘ফ্রিডম অ্যাট মিড নাইট’ পালন করবে দল৷ প্রত্যেক এলাকায় এলাকায় রাতের বেলা জাতীয় পতাকা উত্তোলন করবেন তৃণমূল নেতারা। ২৮ অাগস্ট গান্ধীমূর্তির পাদদেশে বিশাল জনসভা করবে দলের যুব শাখা। ৫ সেপ্টেম্বর প্রতিটি স্কুল-কলেজ-ক্লাবে পালিত হবে শিক্ষক দিবস৷ সর্বশেষে বলেন, আগামী বছরের ২১ জুলাইয়ের জনসভা হবে তৃণমূল কংগ্রেসের ভারত জয়ের উদযাপন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement