ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: আগামী ২১ ফেব্রুয়ারি ১০০ দিনের কাজের বকেয়া মিটিয়েই পাঞ্জাব উড়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। পুজো দেবেন স্বর্ণমন্দিরে। দেখা করার কথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গেও।
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বারবার সরব হয়েছে বাংলার তৃণমূল সরকার। দীর্ঘদিন ধরে আটকে ১০০ দিনের কাজের অর্থ। তবে চলতি মাসে বঞ্চনার বিরুদ্ধে ধরনা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, রাজ্যই বকেয়া টাকা দেবে। সেই মতোই আগামী ২১ ফেব্রুয়ারি শ্রমিকদের পাওনা অর্থ মিটিয়ে দেওয়া হবে। রাজ্য বাজেটে যার জন্য বরাদ্দ করা হয়েছিল ৩৭০০ কোটি টাকা। সেই অর্থ শ্রমিকদের হাতে তুলে দেওয়ার পরই পাঞ্জাব যাবেন মমতা। সেদিনই স্বর্ণমন্দিরে পুজো দেবেন।
আসন্ন লোকসভা ভোটে একলা চলোর বার্তা দিয়েছেন মমতা। জানিয়ে দিয়েছেন, কেন্দ্রে ইন্ডিয়া জোটে থাকলেও বাংলায় একাই লড়বে তৃণমূল। একইভাবে পাঞ্জাবের আপ সরকারও কংগ্রেসকে ছাড়াই সে রাজ্যে লোকসভা নির্বাচনে লড়ার কথা জানিয়েছে। যাতে চাপ বাড়ে হাতশিবিরে। এমন পরিস্থিতিতে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
শোনা যাচ্ছে, ভগবন্ত মানের (Bhagwant Mann) পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা। কীভাবে দিল্লি ও পাঞ্জাব সীমানায় কিষান আন্দোলনকে আরও জোরদার করা যায় এবং ইন্ডিয়া জোটে শামিল হয়ে লড়াইয়ের ক্ষেত্রে তৃণমূল এবং আম আদমি পার্টির কী স্ট্র্যাটেজি হতে পারে, তা নিয়েও আলোচনা হওয়ার কথা বৈঠকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.