ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ভবানীপুর উপনির্বাচনের (Bhabanipur By Election) প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই কর্মিসভায় দলীয় কর্মীদের নানা বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পালা মনোনয়ন জমার। শুক্রবার, গণেশ চতুর্থীতেই মনোনয়ন জমা দেবেন তিনি।
জানা গিয়েছে, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ মনোনয়ন জমা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গোপালনগর মোড়ে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেওয়ার কথা। তৃণমূল নেত্রীর কালীঘাটের বাড়ি থেকে আলিপুর সার্ভে বিল্ডিংয়ের দূরত্ব বেশি নয়। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মনোনয়ন জমার ক্ষেত্রে যাতে ভিড় কম হয়, সে বিষয়টিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সূত্রের খবর, মনোনয়ন পেশের সময় তাঁর সঙ্গে থাকবেন ফিরহাদ হাকিম (Firhad Hakim), সুব্রত বক্সি (Subrata Baxi)।
ভবানীপুর কেন্দ্রে এবার মমতার চিফ ইলেকশন এজেন্ট বৈশ্বানর চট্টোপাধ্যায়। গত বুধবার অহিন্দ্র মঞ্চের কর্মিসভাতেই সেকথা জানিয়েছেন তিনি। জোরকদমে চলছে প্রচার। কোমর বেঁধে নেমে পড়েছেন তৃণমূল (TMC) নেতা-কর্মীরা। মদন মিত্র (Madan Mitra) এবং শোভনদেব চট্টোপাধ্যায়কে (Sovandeb Chattopadhyay) দেওয়াল লিখন করতেও দেখা গিয়েছে।
এই কেন্দ্রে সিপিএমের (CPIM) তরফে আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে। বামফ্রন্ট সূত্রে খবর, আগামী ১৩ সেপ্টেম্বর মনোনয়ন জমা দিতে পারেন তিনি। কংগ্রেস হাইকম্যান্ড ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, বিজেপি এখনও পর্যন্ত প্রার্থী নির্বাচন করতে পারেনি। সূত্রের খবর, তিনজনের নাম দলের সর্বভারতীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। বিজেপির (BJP) সংসদীয় বোর্ডের বৈঠকে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরই প্রার্থীর নাম ঘোষণা হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.