Advertisement
Advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee

ফের একমঞ্চে মমতা-অভিষেক, শালবনিতে ‘নবজোয়ার’ কর্মসূচিতে থাকবেন নেত্রী

এর আগে মালদহে একমঞ্চে দেখা গিয়েছিল তৃণমূল নেত্রী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

Mamata Banerjee to share dais with Abhishesk at Salbani | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:May 25, 2023 3:50 pm
  • Updated:May 25, 2023 6:46 pm  

কিংশুক প্রামাণিক: মালদহের পর এবার পশ্চিম মেদিনীপুর। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে ফের একমঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চলতি সপ্তাহেই পশ্চিম মেদিনীপুরের শালবনিতে (Salboni) অভিষেকের ‘নবজোয়ার’ কর্মসূচিতে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো। দ্বিতীয় দফায় কর্মসূচি শুরুর পর আগামী শনিবার শালবনি পৌঁছবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানেই তাঁর সঙ্গে কর্মসূচিতে থাকবেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার এগরা হয়ে যাবেন শালবনিতে। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’-এ (Trinamoole Nabajawar) অংশ নেবেন। সম্ভবত সেদিন রাতে সার্কিট হাউসে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন ফিরবেন কলকাতায়। আবার আরেকাংশের মত, শনিবার রাতেই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি জানিয়েছেন, ”দিদি শনিবার মেদিনীপুরে আসছেন। থাকবেন সার্কিট হাউসে। শালবনীতে দলের কর্মসূচিতেও যোগ দেবেন তিনি।” প্রশাসনিক সূত্রে অবশ‌্য বিশেষ কিছু জানানো হয়নি। তবে এদিন শালবনী স্টেডিয়ামে সভাস্থল পরিদর্শন করেন জেলাশাসক খুরশিদ আলি কাদরী ও পুলিশ সুপার ধৃতিমান সরকার-সহ অন‌্যান‌্য প্রশাসনিক আধিকারিকরা।

Advertisement

[আরও পড়ুন: বন সহায়ক পদে প্যানেল বাতিলের রায়কে চ্যালেঞ্জ, মামলাই শুনল না হাই কোর্টের ডিভিশন বেঞ্চ]

দলীয় সূত্রে জানা গিয়েছে, এগরায় সদ্য ঘটে যাওয়া বিস্ফোরণকাণ্ডে ১২ জনের মৃত্যুর পর থেকে সেখানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে একাধিক কারণে তা বাতিল হয়েছে। এবার শনিবার এগরা যাওয়ার কর্মসূচি স্থির হয়েছে। ওইদিন তিনি এগরার খাদিকুলের গ্রামে গিয়ে নিহতদের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে। এগরা থেকে শালবনি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সেখানে অভিষেক ‘তৃণমূলে নবজোয়ার’-এর মঞ্চে থাকবেন তিনি। বক্তব্যও রাখবেন। 

এদিকে, অভিষেক বন্দোপাধ‌্যায়ের কর্মসূচিতেও বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। প্রথমে ঠিক ছিল, ঝাড়গ্রাম সফরের পর ২৭ মে তারিখে বিকেল সওয়া চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে ঢুকবেন অভিষেক বন্দোপাধ‌্যায়। সেখানে তাকে স্বাগত জানাবেন জেলার নেতারা। সেখানে হবে জমায়েতও। তারপর তিনি আসবেন নারায়নগড় বিধানসভা কেন্দ্রে। কেশিয়াড়ি মোড়ে করবেন জনসভাও। সেখান থেকে রওনা দেবেন মেদিনীপুরের দিকে। সন্ধ‌্যায় ৬০ নম্বর জাতীয় সড়কের ধর্মা থেকে কেরানিচটি পর্যন্ত হবে তাঁর রোড শো। ওই কর্মসূচি শেষ করার পর রাত পৌনে আটটা নাগাদ তিনি ঢুকবেন শালবনীর অধিবেশন স্থলে। এজন‌্য শালবনী স্টেডিয়ামের পাশের মাঠ বুক করা হয়েছে। তবে অভিষেক বন্দোপাধ‌্যায় রাত্রিযাপন করবেন শালবনী স্টেডিয়ামের ভিতরে। পরদিন, ২৮ তারিখ দুপুর একটার সময় শালবনী স্টেডিয়ামেই জেলার নেতাদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক। 

[আরও পড়ুন: ৭ বছরে ৩০ শিশুকে ধর্ষণ করে খুন! যুবককে প্রাণদণ্ড দিল দিল্লির আদালত]

এর আগে মালদহে (Maldah) ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে একমঞ্চে দেখা গিয়েছিল মমতা-অভিষেককে। অভিষেকের এই কর্মসূচি নিয়ে ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল তাঁর মুখে।  এরপর সিবিআই অভিষেককে তড়িঘড়ি তলব করায় তিনি কলকাতায় ফিরলে বাঁকুড়ার পাত্রসায়রের সভায় ভারচুয়ালি বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁদের দেখা যাবে শালবনিতে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement