Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

কলকাতায় ফিরেই SSKM হাসপাতালে মমতা! রাতে থাকতে পারেন উডবার্ন ওয়ার্ডে

এসএসকেএমে পৌঁছে গিয়েছেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

Mamata Banerjee to be admitted in SSKM hospital | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 10, 2021 8:36 pm
  • Updated:March 10, 2021 9:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরেই সোজা এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর জন্য ইতিমধ্যেই এসএসকেএমের ট্রমা কেয়ার এবং উডবার্ন ওয়ার্ড  প্রস্তুত করা হয়েছে। গঠন করা হয়েছে ৪ সদস্যের মেডিক্যাল টিম। যাতে রয়েছে তৃণমূল সাংসদ শান্তনু সেনও। সতর্ক করা হয়েছে প্রথম সারির চিকিৎসকদের। প্রস্তত থাকার নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসাকর্মীদেরও। প্রথমে ট্রমা কেয়ার সেন্টারে তাঁর পরীক্ষা-নিরীক্ষা হবে। তারপর সেই রিপোর্ট অনুযায়ী, পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন চিকিৎসরা। প্রয়োজনে রাতে তাঁকে উডবার্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা করানো হতে পারে মুখ্যমন্ত্রীর। 

Mamata Banerjee to be admitted in SSKM hospital

Advertisement

মুখ্যমন্ত্রীর চিকিৎসার যাতে কোনও রকম খামতি না থাকে তা নিশ্চিত করতে সবরকম বন্দোবস্ত করে রাখছে হাসপাতাল কর্তৃপক্ষ।  মুখ্যমন্ত্রীর চোট কতটা গুরুতর? তা খতিয়ে দেখেই শুরু হয়ে যাবে চিকিৎসা। তাঁর চিকিৎসার জন্য  ইতিমধ্যেই হাসপাতাল চত্বর নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। মুখ্যমন্ত্রী আসার পর তৃণমূলের একাধিক শীর্ষ নেতা তাঁকে দেখতে যেতে পারেন বলে সূত্রের খবর। এসএসকেএম হাসপাতালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শাসক দলের বহু কর্মী-সমর্থক ইতিমধ্যেই এসএসকেমে পৌঁছে গিয়েছেন। 

[আরও পড়ুন: মমতা-শুভেন্দুদের বিরুদ্ধে তারুণ্যে ভরসা বামেদের, নন্দীগ্রামে প্রার্থী যুবনেত্রী মীনাক্ষী]

প্রসঙ্গত, আজ বিকেলে নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের বিরুলিয়া গ্রামে তাঁর পায়ে চোট লাগে।  মুখ্যমন্ত্রী নিজের কর্মসূচি বাতিল করে তড়িঘড়ি কলকাতায় আনা হয় মুখ্যমন্ত্রীকে। শহরে ফিরেই সোজা এসএসকেএমে নিয়ে যাওয়া হয় মমতাকে। সেখানে এই মুহূর্তে চিকিৎসা চলছে তাঁর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement