Advertisement
Advertisement
Mamata Banerjee

রামমন্দির উদ্বোধনের দিন পথে নামছেন মমতা, রাজ্যজুড়ে তৃণমূলের সংহতি মিছিল

এ পর্যন্ত কোনও বিরোধী দলই বিজেপির ওই হিন্দুত্বের পালটা কোনও কর্মসূচি ঘোষণা করতে পারেনি। কংগ্রেস রামমন্দির উদ্বোধন বয়কট করলেও পালটা কর্মসূচি তাঁরাও ঘোষণা করেনি। তৃণমূলই সম্ভবত প্রথম বিরোধী দল হিসাবে মন্দির উদ্বোধনের দিন পালটা সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে

Mamata Banerjee: TMC will organize unity rally in Kolkata on the day of Ram Mandir Inauguration | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 16, 2024 4:12 pm
  • Updated:January 16, 2024 5:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ জানুয়ারি। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন রাস্তায় নামছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওইদিন খাস কলকাতায় সংহতি মিছিলে হাঁটবেন মমতা। সর্বধর্ম সমন্বয়ের লক্ষ্যে কলকাতায় একটি জনসভাও করবেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আমাদের এখানে ২৩ জানুয়ারি, ২৬ জানুয়ারি প্রোগ্রাম হয়। ২২ জানুয়ারি আমি নিজে একটা প্রোগ্রাম করব। আমি নিজে সকালে কালীঘাট (Kalighat) যাব, মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের লোককে নিয়ে একটা মিছিল করব। হাজরা থেকে মন্দির, মসজিদ গুরুদ্বার ছুঁয়ে পার্ক সার্কাসে একটি জনসভা করব।” ওইদিন দলের তরফেও রাজ্যজুড়ে কর্মসূচি ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। মমতা জানিয়েছেন, ওইদিন রাজ্যজুড়ে বুথে বুথে সম্প্রতি মিছিল করবে তৃণমূল।

Advertisement

[আরও পড়ুন: ভারতে ক্ষুব্ধ মুইজ্জুর মালদ্বীপ, জয়শংকর বলছেন, ‘কোনও গ্যারান্টি নেই’, কীসের ইঙ্গিত?]

রামমন্দির উদ্বোধন ২০২৪ লোকসভার আগে বিজেপির মূল অস্ত্র হতে চলেছে। সেটা বিরোধী শিবিরও ভালোভাবেই জানে। কিন্তু এ পর্যন্ত কোনও বিরোধী দলই বিজেপির ওই হিন্দুত্বের পালটা কোনও কর্মসূচি ঘোষণা করতে পারেনি। কংগ্রেস রামমন্দির উদ্বোধন বয়কট করলেও পালটা কর্মসূচি তাঁরাও ঘোষণা করেনি। তৃণমূলই সম্ভবত প্রথম বিরোধী দল হিসাবে মন্দির উদ্বোধনের দিন পালটা সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে কর্মসূচি ঘোষণা করল।

[আরও পড়ুন: খাস কলকাতার রাস্তায় মদ্যপের তাণ্ডব, ভ্যানচালককে ধাক্কার পর গাড়ির উপর নাচ যুবকের!]

রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্তত বিশ্ব হিন্দু পরিষদের তাই দাবি। তবে মন্দির উদ্বোধনে যোগ দিয়ে করে বিজেপির সেই গিমিকে যে তিনি পা দেবেন না, সেটা এদিন স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement