Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

‘নিজের নামে স্টেডিয়াম বানাই না’, বিজয়া সম্মিলনী থেকে নাম না করে মোদিকে নিশানা মমতার

১০০ দিনের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর।

Mamata Banerjee takes hit at Narendra Modi over stadium name | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:November 6, 2023 7:22 pm
  • Updated:November 6, 2023 7:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০ দিনের বকেয়া নিয়ে ফের মোদি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সাফ জানিয়ে দিলেন, “আমি জীবনে কারও দয়া চাই না।” নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি।

নিজের বিধানসভা কেন্দ্রে জনসংযোগ বাড়াতে সোমবার ভবানীপুরে বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিলেন মমতা। সেখান থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি। বলে দেন, “আমি জীবনে কারও দয়া চাই না। তাই নিজের নামে স্টেডিয়াম বানাই না। আমার পাবলিসিটির প্রয়োজন নেই। আমি নিজের নামে ট্রেন লাইনও করি না, প্রয়োজন নেই।” উল্লেখ্য, আহমেদাবাদে মোতেরা স্টেডিয়ামের নামবদল করে নরেন্দ্র মোদি স্টেডিয়াম করাকেই কটাক্ষ করেন মমতা। এখানেই শেষ নয়, মমতা বলেন, ইসরো কিছু করলেও সেই কৃতিত্ব আদায়ের চেষ্টা করে কেন্দ্রই।

Advertisement

[আরও পড়ুন: ভয় দেখিয়ে লাগাতর ধর্ষণ! কুকীর্তি ফাঁস হতেই জেলা পরিষদ সদস্যকে সাসপেন্ড তৃণমূলের]

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, একশো দিনের কাজে ৭ হাজার কোটি টাকা পায় রাজ্য। কাজ করেও দিনমজুররা অর্থ পাননি। আবাস যোজনার বকেয়া দেয় না কেন্দ্র। উলটে জিএসটির নাম করে সব ট্যাক্স তুলে নিয়ে যায়। 

উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে একাধিকবার ধরনা দিয়েছে তৃণমূল। দলীয় সেই কর্মসূচিতে শামিল ছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা। এমনকী বকেয়া আদায়ের লক্ষ্যে ‘দিল্লি চলো’ ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তারপরও বরফ গলেনি। এরপর গত পয়লা নভেম্বর কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন মমতা। আগামী ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নেতা-মন্ত্রীদের নিয়ে সভার ডাক দেন তিনি। জানান, সেখান থেকেই পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি হবে।

[আরও পড়ুন: দুর্গাপুজোয় এবারের জনজোয়ার রিও কার্নিভ্যালকেও ছাপিয়ে গিয়েছে! দাবি মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement