ফাইল ছবি
কিংশুক প্রামাণিক: শিয়রে পঞ্চায়েত নির্বাচন (WB Panchayet Election)। তার আগে ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী সপ্তাহ থেকেই তা শুরু করছেন তিনি। তবে এবার শুধু জেলা সফর নয়, মেঘালয়েও একটি জনসভা করার কথা তৃণমূল সুপ্রিমোর। ইতিমধ্যেই মেঘালয়ের (Meghalaya)রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে। তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সেখানকার নেতৃত্ব।
সূত্রের খবর, আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর। ওইদিন অর্থাৎ সোমবার তিনি যাবেন মুর্শিদাবাদে (Murshidabad)। সাগরদিঘিতে তাঁর কর্মসূচি রয়েছে। এরপর সেখান থেকে চলে যাবেন আলিপুরদুয়ার। ১৮ তারিখ আলিপুরদুয়ার (Alipurduar)থেকে মেঘালয়ে যাওয়ার কথা। তুরা কেন্দ্রে জনসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ১৯ তারিখ ফিরবেন আলিপুরদুয়ার। সেখান প্রশাসনিক সভা রয়েছে তাঁর।
মুর্শিদাবাদের উন্নয়নের একগুচ্ছ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণায় সোমবার দুপুরে সাগরদিঘির ধূমার পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক তৎপরতা। জেলার প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা সাগরদিঘির বিধায়ক খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী সুব্রত সাহার অকাল প্রয়াণ ঘটেছে। প্রয়াত দলীয় নেতা ও মন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক বৈঠকে এসে সাগরদিঘিকে বেছে নিয়েছেন।
এরপর সেখান থেকে মুখ্যমন্ত্রী তিনি চলে যাবেন আলিপুরদুয়ার। সেখানে থেকে কপ্টারে পৌঁছনোর কথা মেঘালয়ে। ১৮ তারিখ সেখানকার তুরা কেন্দ্রে একটি জনসভায় যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো। এরপর ১৯ জানুয়ারি আলিপুরদুয়ারে রয়েছে প্রশাসনিক বৈঠক। তারপর কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত তাঁর কর্মসূচি সম্পর্কে এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.