Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

কালীঘাটে পুজো দিয়ে সংহতি মিছিলে মমতা, স্কুটারে চড়ে গেলেন গুরুদ্বারে

মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিলে হাঁটেন তৃণমূলের অন্যান্য নেতারা।

Mamata Banerjee starts Sanhati Rally by visiting Kalighat Temple and rides on scooter to reach Gurudwara | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 22, 2024 3:54 pm
  • Updated:January 22, 2024 6:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্বপরিকল্পনা অনুযায়ী, অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা (Ram Mandir Consecration) পর্ব শেষের পরই কলকাতার রাজপথে সংহতি মিছিল শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুর ৩টের আগে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে, আরতি করে যাত্রা শুরু করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিভিন্ন ধর্মের প্রধানরা।  মিছিল করে তাঁরা পৌঁছে যান গড়চায়। সেখানে স্কুটিতে ওঠেন মমতা। সেই স্কুটি তাঁকে পৌঁছে দেয় গুরুদ্বারের সামনে। সেখানে নেমে গুরুদ্বারে একাই ঢুকলেন তৃণমূল নেত্রী। গুরুদ্বারের ধর্মগুরুরা তাঁকে স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে যান। 

Advertisement
গড়চা রোডের গুরুদ্বারে মমতা বন্দ্যোপাধ্য়ায়। ছবি: ফেসবুক।

[আরও পড়ুন: কমোড লাগবেই! জেলে অদ্ভুত ‘আবদার’ শংকরের]

গুরুদ্বারে পুজো দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে ফের মিছিলে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।  বালিগঞ্জ ফাঁড়ির দিকে এগোয় মিছিল। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে জমায়েত হয়ে একটা মিছিল শুরু করে। এখানে অভিষেকের সঙ্গে ছিলেন সুজিত বসু, শান্তনু রায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়রা। ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতারাও। 

অভিষেকের নেতৃত্বে মিছিল তৃণমূল নেতাদের। ছবি: ফেসবুক।

সংহতি মিছিলের রুট অনুযায়ী, এর পর পার্কসার্কাসের একটি গির্জায় প্রার্থনা করেন। এখানেও একাই যান মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার মাঝে দুই শিশু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ছুটে আসে। তাদের হাতে সামান্য উপহার তুলে দিয়ে ছবি তোলেন। এর পর মিছিল এগিয়ে যায় পার্কসার্কাসের দিকে। সেখানকার মসজিদে যাবেন তিনি। মিছিল শেষে পার্কসার্কাস মোড়ে জনসভা করার কথা তৃণমূল নেত্রীর। 

দেখুন ভিডিও: 

[আরও পডুন: কাশ্মীরে বিক্রি করেছিল স্বামী! ২৪ বছর পর বাড়ি ফিরে সটান থানায় মহিলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement