সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭ দিনের সময়সীমা পেরলেও বকেয়া মেটায়নি কেন্দ্র। কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে বঞ্চনার প্রতিবাদে নির্ধারিত দিন অর্থাৎ শুক্রবার রেড রোডে ধরনায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রয়েছেন দলের অন্যান্য নেতা-নেত্রীরা।
শুক্রবার বেলা পৌনে একটা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্যায়। সোজা পৌঁছে যান রেড রোডে তৈরি ধরনা মঞ্চের কাছে। প্রথমে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি। এর পর ওঠেন ধরনা মঞ্চে। তাঁর সঙ্গে রয়েছেন তৃণমূলের অন্যান্য নেতা-নেত্রীরা। একাধিক প্ল্যাকার্ডে কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা ধরনা চলবে।
প্রসঙ্গত, এই ধরনার জন্য যাতে মানুষের কাজ আটকে না থাকে সেই কারণে পাশেই তৈরি করা হয়েছে অস্থায়ী দপ্তর। প্রয়োজনীয় কাজ সেখান থেকেই সারবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, জানুয়ারির শেষে উত্তরবঙ্গ থেকে কেন্দ্রকে রাজ্যের বকেয়া মেটানোর ডেডলাইন বেঁধে দিয়েছিলেন মমতা। মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সেই ডেডলাইন শেষ হয়েছে বৃহস্পতিবার। তাই শুক্রবার রেড রোডে ধরনায় বসলেন তিনি। এদিকে এদিন মমতার ধরনামঞ্চের কাছে গিয়ে বিক্ষোভ দেখায় চাকরিপ্রার্থীরা। কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করেছে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.