Advertisement
Advertisement
CM Mamata Banerjee

বাংলার অনুষ্ঠানে শামিল হোন প্রবাসীরাও, ভাষাদিবসে ‘আপন বাংলা’ পোর্টাল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

দেশপ্রিয় পার্কের অনুষ্ঠান থেকে প্রবাসী বাঙালিদের উপহার মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Mamata Banerjee starts
Published by: Sucheta Sengupta
  • Posted:February 21, 2023 2:38 pm
  • Updated:February 21, 2023 2:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ভাষা, নিজের আনন্দ। বাংলার মাটিতেই হোক কিংবা সুদূরের দেশে, মাতৃভাষায় কথা বলা, কথা শোনার মতো আনন্দ তো আর কিছুতেই নেই। আজ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (International Mother Language Day) সেই আবেগ যেন বেশি করে প্রকাশ করতে ইচ্ছে করে। চির আবেগপ্রবণ বাঙালি মনের সেই অন্তর্লীন অনুভূতির কথা বুঝেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিনি প্রবাসী বাঙালিদের জন্য চালু করলেন ‘আপন বাংলা’ পোর্টাল। বাংলায় এখন থেকে যা অনুষ্ঠান হবে, বিদেশে বসেও তাতে অংশ নিতে পারবেন প্রবাসীরা। দিতে পারবেন প্রয়োজনীয় পরামর্শও। এই লক্ষ্যেই চালু হল ‘আপন বাংলা’ পোর্টাল (Apan Bangla)।

Advertisement

প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশপ্রিয় পার্কের (Deshapriya Park) ভাষা মঞ্চের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। এবছর তাঁর উত্তরবঙ্গ সফর থাকায় দুপুরেই অনুষ্ঠান হয় তাঁর উপস্থিতিতে। কবিতা, গান, পাঠের মধ্যে দিয়ে এদিন বাংলা ভাষার প্রতি নিজেদের অনুভূতির কথা প্রকাশ করেন বিশিষ্টজনরা। ছিলেন সাংস্কৃতিক, বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্ব। মুখ্যমন্ত্রী বসে গোটা অনুষ্ঠান উপভোগ করেন।

[আরও পড়ুন: OMG! প্রকাশ্যে কোহলির ঠোঁটে চুমু যুবতীর! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া]

এরপর নিজের বক্তব্য সংক্ষিপ্ত করে ‘আপন বাংলা’ পোর্টাল চালু করেন। এই পোর্টালে সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়া ছাড়াও প্রাক্তন স্কুল, কলেজের বিষয় জানতে পারবেন প্রবাসী বাঙালিরা। এছাড়া থাকছে পরামর্শ দেওয়া কিংবা অভিযোগ জানানোর আলাদা সেল। থাকবে বিনিয়োগ সংক্রান্ত তথ্যও। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, কলকাতা চলচ্চিত্র উৎসব কিংবা বইমেলার মতো বড় অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন ‘আপন বাংলা’ পোর্টালে। এই অনলাইন পোর্টালটি সবসময়ের জন্য নজর রাখবে রাজ্য সরকারে একটি আলাদা সেল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্য এটাই উপহার রাজ্যের মুখ্যমন্ত্রীর।

[আরও পড়ুন: রুশদির উপর হামলার ‘পুরস্কার’, আততায়ীকে বিশাল জমি দিল ইরানের মৌলবাদী সংগঠন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement