Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

‘পুজো কার্নিভ্যালের সম্প্রচারেও বৈষম্য’, ‘ক্ষুব্ধ’ মমতা

প্রায় ৫৫ দিন পর নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee speaks on telecast of Durga Puja carnival

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:November 1, 2023 3:25 pm
  • Updated:November 1, 2023 3:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো কার্নিভ্যালের সম্প্রচারেও বৈষম্যের অভিযোগ। আর তা নিয়েই কার্যত ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৫৫ দিন পর বুধবার নবান্নে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।

বাংলার দুর্গোৎসবের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “পুজোকে কেন্দ্র করে ৩ লক্ষ কর্মসংস্থান হয়েছে। কার্নিভ্যাল খুব ভালো হয়েছে। ব্রিটিশ সংস্থার অনুমান ৭২ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে। এবারের পুজো সব উচ্চতা ছাড়িয়ে গিয়েছে। শহর, জেলার সব পুজো একে অপরকে টেক্কা দিয়েছে।” তবে কার্নিভ্যালের সম্প্রচার সঠিকভাবে করা হয়নি বলেই দাবি তাঁর। সে কারণে ক্ষোভপ্রকাশও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন: পুলিশি জুলুমবাজি, মিথ্যা মামলার অভিযোগ, সপ্তাহের প্রথম দিনই ট্যাক্সি ধর্মঘটের ডাক]

উল্লেখ্য, এবারের পুজো কার্নিভ্যালে (Durga Puja Carnival 2023) অংশ নেয় একশোটিরও বেশি পুজো। প্রতিটি পুজো কমিটিকে প্রদর্শনীর জন্য দু’মিনিট করে সময় দেওয়া হয়। রেড রোডে কার্নিভ্যালে মোট ১৮ হাজার আসনের ব্যবস্থা করা হয়। ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে কার্নিভ্যালের উদ্বোধন হয়। গত বছরই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। তাই গতবারের মতো এবারও আমন্ত্রণ জানানো হয় ইউনেস্কোর প্রতিনিধিদের। এছাড়া মঞ্চে দেখা যায় টলি তারকাদেরও।

[আরও পড়ুন: সিঙ্গুর ক্ষতিপূরণের সিদ্ধান্ত অযৌক্তিক, রাজ্যবাসীর প্রতি অন্যায়, তৃণমূলের ‘পাশে’ লিবারেশন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement