Advertisement
Advertisement
C V Anand Bose

‘নতুন আকাশ, নতুন পৃথিবী দেখবে সম্পর্ক’, মমতাকে নিয়ে মন্তব্য বোসের

একাধিক ইস্যুতে রাজ্য-রাজভবনের সংঘাত চলছে। সাম্প্রতিক অতীতে দুজনকে একসঙ্গে এক মঞ্চে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে সম্পর্কের নতুন দিশা নিয়ে মুখ খুললেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস।

Mamata Banerjee speaks about WB Governor CV Anand Bose
Published by: Paramita Paul
  • Posted:November 20, 2024 4:42 pm
  • Updated:November 20, 2024 5:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী সম্পর্ক বরাবরই অম্লমধুর! নতুন বছরে তাঁদের সমীকরণ কোনদিকে মোড় নেবে, তা নিয়ে আগাম মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কী বললেন তিনি?

রাজ্যপালের কথায়, “প্রথম বছর আমাদের সম্পর্ক ছিল মিষ্টি ও আলোক উজ্জ্বল। দ্বিতীয় বছর সেই সম্পর্কের আকাশে ঘন কালো মেঘ দেখা দিয়েছিল।” তৃতীয় বছর এই সম্পর্ক ‘নতুন আকাশ, নতুন পৃথিবী’ দেখবে বলেই আশা বোসের। সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে রাজ্যপালের এহেন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বোসের আরও দাবি, বাংলায় মুখ্যমন্ত্রী সঙ্গে রাজ্যপালের সম্পর্ক অনেক ভালো। দেশের মধ্য়ে এই রাজ্য়েই যেন দুজনের মধ্যে শ্রেষ্ঠ সম্পর্কের নজির তৈরি হয়, তার চেষ্টাই তিনি করবেন।

Advertisement

একাধিক ইস্যুতে রাজ্য-রাজভবনের সংঘাত চলছে। তবে প্রথম দিক থেকে পরিস্থিতিটা এরকম ছিল না। বরং রাজ্যপাল আনন্দ বোসকে বাংলা ভাষা শেখানোর দায়িত্ব নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতেখড়িও হয়েছিল তাঁর। তার পর অবশ্য় গঙ্গা নিয়ে অনেক জল গড়িয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা থেকে রাজভবনের কর্মীর শ্লীলতাহানি ইস্যুতে ফাটল ক্রমশ চওড়া হয়েছে। সাম্প্রতিক অতীতে দুজনকে একসঙ্গে এক মঞ্চে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে সম্পর্কের নতুন দিশা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement