সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিষদীয় দলের বৈঠকে বিধায়ক নারায়ণ গোস্বামীকে ধমক মুখ্যমন্ত্রীর। সাফ নির্দেশ, নিজের এলাকার বাইরের কোনও বিষয়ে ঢোকা যাবে না। নারায়ণকে মুখ্যমন্ত্রী বললেন, “অন্যের এলাকায় নাক গলাবে না।”
ছয় বিধায়কের শপথ, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক, ওয়াকফ বিল নিয়ে কেন্দ্র বিরোধী তৃণমূল পরিষদীয় দলের প্রস্তাব, সব মিলিয়ে আজ বিধানসভার অধিবেশন ছিল একেবারে হাইভোল্টেজ। এদিন বিধানসভায় পরিষদীয় দলের সঙ্গে বৈঠকও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শৃঙ্খলারক্ষায় রীতিমতো কড়া বার্তা দেন তিনি। বুঝিয়ে দেন, দলবিরোধী কোনও কাজ বা মন্তব্য করলে পড়তে হবে শাস্তির মুখে। এদিনের বৈঠকে ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। মুখ্যমন্ত্রী রীতিমতো ধমক দেন তাঁকে। বলেন, “অন্যের এলাকায় নাক গলাবে না। নিজের এলাকার কাজ নিয়ে থাকবে।”
উল্লেখ্য, আগে জাতীয় কর্মসমিতির বৈঠকে সকলকে দলের শৃঙ্খলা নিয়ে একপ্রস্থ কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সপ্তাহখানেকের ব্যবধানে এবার বিধানসভায় পরিষদীয় বৈঠক ডেকে ফের সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, শৃঙ্খলা সকলকে মানতেই হবে। না হলে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় কর্মসমিতির বৈঠকে দলে তিনটি শৃঙ্খলারক্ষা কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে একটি পরিষদীয় কমিটি। বিধানসভার বৈঠকে সেই পরিষদীয় কমিটিকে শৃঙ্খলা রক্ষার বিষয়টি আরও একবার মনে করিয়ে দিলেন মমতা। স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন বেফাঁস মন্তব্য বা কার্যকলাপ করলে শাস্তির মুখে পড়তেই হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.