সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল ইস্যুতে ফের নরেন্দ্র মোদিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্বাস্থ্যসাথী প্রকল্পের অনুষ্ঠানে এসে আরও একবার সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷
মমতার অভিযোগ, নোট বাতিলের পর ৫০ দিন কেটে গেলেও আম আদমির পকেটে নগদের ভাটা রয়েছে৷ ১০০দিনের কাজের অর্থ মেটানো যাচ্ছে না৷ নগদের অভাবে হাসপাতালে সঠিক চিকিৎসা পেতে দিনের পর দিন ভুগতে হচ্ছে তাঁদের, মোদি সরকারকে তোপ মমতার৷ তিনি বলেন, “জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছে কেন্দ্র৷ ফলে সমস্যায় পড়তে হচ্ছে গরিব পরিবারগুলিকে৷ একনায়কতন্ত্র আর গণতন্ত্র এক নয়৷ আমাদের মাথার উপর আগের সরকারের দেনাও রয়েছে৷ তা সত্ত্বেও রাজ্যের উন্নয়নের কাজ চলছে৷”
এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সমস্ত সরকারি এবং বেশ কিছু বেসরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে দেড় থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সরকারি সাহায্য পাবেন সাধারণ মানুষ৷ ৪৫ লক্ষ পরিবার এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত হচ্ছেন৷ শুধু তাই নয়, হাসপাতালে সবরকম পরীক্ষা, খাবার-দাবার, ওষুধ খরচও মিলবে বিনামূল্যে৷ হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার খরচ রোগীর হাতে তুলে দেওয়া হবে ২০০ টাকা৷ এমনকী হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পরের পাঁচদিন পর্যন্ত ওষুধের খরচ দেবে সরকার৷ এছাড়া তৈরি হচ্ছে ৩২টি সুপার স্পেশালিটি হাসপাতাল৷ দিঘা, বকখালির মতো পর্যটন এলাকাগুলি-সহ জেলা হাসপাতালে মোট ৪৭টি আইসিইউ তৈরি হবে৷ নতুন পাঁচটি নার্সিং কলেজ তৈরির পরিকল্পনাও রয়েছে৷ পাশাপাশি অবসরপ্রাপ্ত চিকিৎসকদের দেওয়া হল বিশেষ প্রস্তাব৷ আগ্রহী চিকিৎসকদের দু’ঘণ্টা করে হাসপাতালে সময় দেওয়ারও অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
Medical seats have increased by 1,345, to a total of 3,100, in just 6 years of Trinamool Govt: MB #SwasthyaSathi
— AITC (@AITCofficial) December 30, 2016
এদিন মঞ্চে দাঁড়িয়ে শিশুমৃত্যুর খতিয়ানও দেন মুখ্যমন্ত্রী৷ বলেন, আগের সরকারের আমলে শিশুমৃত্যুর হার ছিল ৩২ শতাংশ৷ যা কমে এখন হয়েছে ২৮ শতাংশ৷ তিনি মনে করেন, শুধু ভাল চিকিৎসাই নয়৷ রোগীদের সঙ্গে ভাল ব্যবহার অত্যন্ত প্রয়োজন৷
Behaviour toward people is more imp than just prescribing medicine; it is more important to stand beside the people: MB #SwasthyaSathi
— AITC (@AITCofficial) December 30, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.