নব্যেন্দু হাজরা: লোকসভা ও বাংলার পঞ্চায়েত ভোটের আগে ফের NRC ইস্যুতে ধুঁয়ো তোলার চেষ্টা বিজেপির! রাজ্যের বিশেষ কয়েকটি জেলার নির্দিষ্ট কিছু এলাকায় জাল আধার কার্ড খোঁজার প্রক্রিয়া শুরু করছে কেন্দ্রীয় সরকার। যাদের আধার নেই তাঁদের সকলকে বিদেশি হিসেবে ঘোষণা করা হতে পারে। কেন্দ্রর তরফে এই মর্মে রাজ্যের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। যা দেখে বাংলার মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “এগুলো করার যুক্তি কী? ঘুরপথে এনআরসি নিয়ে আসছে।”
সোমবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে চিঠি সংক্রান্ত বিষয়টি প্রকাশ্যে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, বেআইনি আধার কার্ড নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার নির্দিষ্ট এলাকায় আধার কার্ড যাচাই প্রক্রিয়া চলবে। আধার কার্ড বেআইনি হলে তাদের বিদেশি হিসেবে চিহ্নিত করা হতে পারে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, “একটা কমিউনিটিকে সরানোর জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার প্রায় সব এলাকায় এটা চলবে। যাঁদের যাঁদের আধার কার্ড নেই তাঁদের সবাইকে সরাতে হবে। তাঁদের সবাইকে বিদেশি হিসাবে দেখাতে হবে। সেই অসমের মতো ডিটেনশন ক্যাম্প। ঘুরপথে এনআরসি চালু করতে চাইছে। তাই এমন চিঠি আমাদের কাছে পাঠানো হয়েছে।”মুখ্যমন্ত্রী অবশ্য স্পষ্ট জানিয়েছেন, “এ রাজ্যে এই নিয়ম মানা হবে না। সকলেই দেশের নাগরিক।”
জানা গিয়েছে, ৮টি রাজ্যের কয়েকটি ‘পকেট’ চিহ্নিত করা হয়েছে। এ রাজ্যের উত্তর ২৪ পরগনার বারাসত, গোবরডাঙ্গা, হাবরা, অশোকনগর, সন্দেশখালি, বাগদা, পেট্রোপোল, নৈহাটি, রহড়া, খড়দহ, নিমতা, দমদম, নিউ ব্যারাকপুর, ব্যারাকপুর, বাগুইআটি, লেকটাউন, সল্টলেক, নিউটাউনের নাম রয়েছে কেন্দ্রের তালিকায়। আবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, ক্যানিং, জীবনতলা, সোনারপুর, কুলতলি, গোপালগঞ্জে প্রচুর ভুয়ো আধার রয়েছে বলে মনে করছে কেন্দ্র। এই এলাকাগুলিতে আধার যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। যা দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বিশেষ সম্প্রদায়কে নিশানা করতেই এই ‘চাল’ চেলেছে কেন্দ্রীয় সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.