Advertisement
Advertisement
Mamata Banerjee

‘রামের বিরুদ্ধে নই, রাম-সীতার পক্ষে’, বিজেপিকে ‘নারীবিদ্বেষী’ বলে তোপ মমতার

'আমি দাঙ্গার সময় হিম্মত করে লড়েছি, ইতিহাস ভুলে যাবেন না', বিজেপিকে তোপ তৃণমূল সুপ্রিমোর।

Mamata Banerjee slams BJP regarding Ram Temple inauguration | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 22, 2024 7:14 pm
  • Updated:January 22, 2024 7:21 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রামমন্দির উদ্বোধনের দিন কলকাতায় শাসকদল তৃণমূলের (TMC) সংহতি মিছিল। হাজরা পার্ক থেকে পার্কসার্কাস ময়দান পর্যন্ত মিছিলের পর সভা থেকে আগাগোড়া বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তুলে আনলেন ‘জয় শ্রীরাম’, ‘জয় সিয়ারাম’-এর মধ্যেকার দীর্ঘ দ্বন্দ্বের কথা। বললেন, ”আমি রামের বিরুদ্ধে না। আমি রাম-সীতা দুজনেরই পক্ষে। কিন্তু তোমরা তো সীতার কথা বলো না। তোমরা কি মহিলার বিরুদ্ধে?”

আজকের দিনে প্রায় তিন দশক আগে রামমন্দির ধ্বংস ও সেই সময়ের ভয়াবহতার কথা তুলে ধরে বিজেপির (BJP) উদ্দেশে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, ”আমি দাঙ্গার সময় হিম্মত করে লড়েছি। ইতিহাস ভুলে যাবেন না। ভোটের আগে এমন রাজনীতি করবেন না, তাদের রক্ত দিয়ে প্রসাদ বানাবেন না। কোথায় ছিল সেদিন, যেদিন বাবরি ধ্বংস হল? হত্যার তাণ্ডবলীলা চলল? সিপিএম ক্ষমতায় ছিল। কয়েক হাজার লোক মারা গিয়েছে। আমার মৃতদেহগুলো সম্মান জানতে ইচ্ছে করছে। সেই শহিদদের আমরা সম্মান করি।”

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরে বিক্রি করেছিল স্বামী! ২৪ বছর পর বাড়ি ফিরে সটান থানায় মহিলা]

নিজের ধর্মাচরণ নিয়েও সংহতি সভা থেকে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ”বিজেপি আমায় বলে মমতাজ বেগম। আবার বলে আমি কিছু উন্নয়ন করিনি। আগে তো বলত, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো করতে দেয় না। এখন চুপিচুপি বলে, টাকা লাগবে? আমায় আমন্ত্রণ জানাও – এসব। অনেকে বলে, নাস্তিক আমি। আমি ধর্ম মানি। কিন্তু ধর্ম ধর্ম যার যার, উৎসব সবার। আমি ইদের নামাজে যাই, গুরুদ্বার যাই, গুরু নানকের জন্মদিনে যাই আর হালুয়াটা চেয়ে খাই।”

[আরও পড়ুন: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে মোদি, আরেক মন্দিরে ঢুকতে না পেরে রাস্তায় বসে রাহুল]

এর পর বিরোধীদের একজোট করে তাঁর কটাক্ষ, ”একটা হিন্দু মন্দির গেলে হয়ে যাবে? আমি তো সব ধর্মের মন্দির-মসজিদে গেলাম। আমি চাই সবাই একসঙ্গে থাকুক। যত রক্ত দেওয়ার দেব, কিন্তু বিজেপিকে একটা আসনও দেব না।” এদিনের অনুষ্ঠান থেকে একদিকে যেমন অতি কৌশলে চব্বিশের নির্বাচনে গেরুয়া শিবির ডঙ্কা বাজাল, তেমনই বিজেপি-বিরোধিতার সুর চড়িয়ে এ রাজ্যেও কার্যত নির্বাচনী চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement