Advertisement
Advertisement
Mamata Banerjee

বইমেলায় ‘জাগো বাংলা’র স্টলে বাউলদের সঙ্গে গলা মেলালেন মমতা, উপহার পেলেন একতারা

এবার 'জাগো বাংলা' স্টলে জুতো খুলে প্রবেশ করতে হবে বইপ্রেমীদের।

Mamata Banerjee sings with Bauls at Jago Bangla stall in Kolkata Book Fair | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 30, 2023 4:39 pm
  • Updated:January 30, 2023 9:57 pm  

গৌতম ব্রহ্ম: ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় স্বমেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাউলদের গানের সঙ্গে গলা মেলালেন তিনি। ভালবেসে শিল্পীরা মুখ্যমন্ত্রীকে উপহার দিলেন একতারা। সব মিলিয়ে সোমবারই জমজমাট সল্টলেকের বইমেলা প্রাঙ্গন।

মুখ্যমন্ত্রীর হাত ধরে শুভ সূচনা ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার (Kolkata International Book Fair 2023)। সেন্ট্রাল পার্কে হাজির হয়েই মমতা ঘুরে দেখেন বিভিন্ন স্টল। চলে যান ‘জাগো বাংলা’র স্টলেও। এবার দুর্গা মণ্ডপের আদলে তৈরি হয়েছে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র স্টলটি। প্রবেশ পথেই শোভা পাচ্ছে লাল পাড় সাদা শাড়ির চিন্ময়ী দুর্গা। উপরে লেখা বাংলার দুর্গাপুজো এখন বিশ্বজনীন। প্রসঙ্গত, গত বছরই দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেসকো (UNESCO)। সেই স্বীকৃতিই গর্বের সঙ্গে ধরা দিল বইমেলায়।

Advertisement

[আরও পড়ুন: রাষ্ট্রপতিকে অশালীন মন্তব্য: অখিল গিরির মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ, নির্দেশ হাই কোর্টের]

প্রতিমার সামনে প্রদীপ জ্বালিয়ে জাগো বাংলা স্টলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপরই উঠে আসেন বাউলদের মঞ্চে। তাঁদের লোকগীতির সঙ্গে গলাও মেলান। ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’- গেয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রিয় ‘দিদি’কে কাছে পেয়ে আল্পুত শিল্পীরাও। মুখ্য়মন্ত্রীর হাতে বাউলরা তুলে দেন একটি একতারা। উপহার পেয়ে খুশি তিনিও। হাতে পেয়েই সেটি বাজাতে শুরু করেন। তবে এখনই একতারাটি বাড়ি নিয়ে যাচ্ছেন না তিনি। তৃণমূল সাংসদ দোলা সেন জানান, এখন দুর্গা প্রতিমার কাছেই একতারাটি রাখা থাকবে। বইমেলা শেষ হলে তা বাড়ি নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী। মমতা এও জানান, প্রতিমা থাকায় এবার জাগো বাংলা স্টলে জুতো খুলে প্রবেশ করতে হবে বইপ্রেমীদের।

এদিকে, কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী মঞ্চে ঘটে হাতুড়ি বিভ্রাট! বইমেলার শুভ সূচনার জন্য মুখ্য়মন্ত্রীর হাতে হাতুড়ি তুলে দেওয়া হয়েছিল। কিন্তু হাতল থেকে আচমকা ছিটকে যায় হাতুড়ি। আবার তা ঠিক করে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

[আরও পড়ুন: দেশবাসীকে অনশনের ডাক, লাদাখ বাঁচাতে প্রধানমন্ত্রীকে বার্তা সোনম ওয়াংচুকের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement