Advertisement
Advertisement

Breaking News

খেলা হবে দিবসে টুইটে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর, দিনভর একাধিক কর্মসূচি তৃণমূলের

টুইটে কী লিখেছেন মমতা?

Mamata Banerjee sends wishes on Khela Hobe Dibas | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 16, 2022 10:48 am
  • Updated:August 16, 2022 11:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ ‘খেলা হবে দিবস’। টুইটে যুব সমাজকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দিনভর রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূলের।

গতবছর বিধানসভা নির্বাচনের সময় ‘খেলা হবে’ স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল। সেই স্লোগানকে সামনে রেখে ১৬ আগস্ট খেলা হবে দিবস পালিত হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। গতবছর দিনটি উদযাপিত হয়েছে। এবছরও তার অন্যথা হবে না। মঙ্গলবার সকালেই টুইটে রাজ্যবাসীকে মূলত যুব সমাজকে খেলা হবে দিবসের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। লেখেন, “সবাইকে খেলা হবে দিবসের শুভেচ্ছা। গতবার এই দিনটি সাফল্যের সঙ্গে উদযাপিত হয়েছে। এবছর আরও বেশি যুবক-যুবতী এতে অংশ গ্রহণ করুক।” দিন কয়েক আগেই বেহালা থেকে খেলা হবে দিবসে পথে নামার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, “সকলে খেলা হবে দিবসে অংশগ্রহণও করবেন। একটু খেলাধূলা করবেন। খেলতে খেলতে রাস্তায় মিছিল করুন না ভাল লাগবে।” আহ্বানে সাড়া দিয়ে আজ পথে নামবে যুব সমাজ।

Advertisement

[আরও পড়ুন: ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, চলতি সপ্তাহে বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ]

 

এদিকে এদিন সরকারের তরফেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারোত্তোলনে সোনা জয়ী অচিন্ত্য শিউলি ও স্কোয়াশে ব্রোঞ্জজয়ী সৌরভ ঘোষালকে আজই সম্মানিত করবে রাজ্য সরকার। অচিন্ত্যকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা। সৌরভ ঘোষালকে দেওয়া হবে দু’লক্ষ টাকা। সেই সঙ্গে এই দু’জন অ্যাথলিটকেই দেওয়া হবে সরকারি চাকরি।

[আরও পড়ুন: স্বাধীনতা দিবসে ‘উধাও’ রাজনীতির রং, সিপিএমের কার্যালয়ে তেরঙ্গা উত্তোলন TMC বিধায়কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement