সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতিতে অমানবিক হয়েছে সমাজ। সাহায্যের হাত বাড়াতে ভুলে গিয়েছে সভ্য বাঙালি। কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় এমন অমানবিক ছবি বারবার সামনে আসছে। সবচেয়ে বেশি চোখে পড়ছে বহুতল আবাসনগুলিতে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এমন উদাহরণ ভুরি ভুরি। যা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের পাড়াতেই এমন এক ঘটনার সম্মুখীন হলেন মমতা। এক প্রবীণ নাগরিকের কোভিড পজিটিভ। গুরুতর অসুস্থ অবস্থা। কিন্তু আবাসনের কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি। বৃদ্ধের দুই মেয়ে অধ্যাপক। উপায়ন্তর না দেখে বড় মেয়ে সোজা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আসেন সাহায্যপ্রার্থী হয়ে। ঘটনার কথা জানতে পেরেই কালীঘাট থানার পুলিশকে নির্দেশ দেন ওই বৃদ্ধ করোনা রোগীকে সাহায্য করার জন্য। কালীঘাট থানার ওসি নিজে দায়িত্ব নিয়ে ওই বৃদ্ধকে ভরতি করেন হাসপাতালে।
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘটনার কথা উল্লেখ করে শহরের প্রবীণ করোনা রোগীদের অসহায়তা নিয়ে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ভাগ্যিস মেয়েটি আমার কাছে এসেছিল। এরকম অনেকেই সাহায্য পাচ্ছেন না। বিশেষ করে ফ্ল্যাটবাড়ি, আবাসনে প্রবীণ নাগরিকদের কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছেন না। খুবই চিন্তার বিষয়।” প্রশংসার মতোই কাজ করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এখানেই থেমে থাকতে চান না মমতা। এদিন তিনি বলেছেন, প্রতিবেশীদের এগিয়ে আসতে হবে। আবাসনগুলিতে কমিটি গড়ার দিকে নজর দিক পুলিশ। এমন কমিটি যা প্রবীণ করোনা রোগীদের সাহায্যে এগিয়ে আসবে। প্রয়োজনে পুলিশ সহায়তা করবে। এদিন মুখ্যমন্ত্রী মুখ্যসচিব রাজীব সিনহাকে (Rajiv Sinha) নির্দেশ দেন, প্রবীণ নাগরিকদের জন্য একটা কোভিড হেল্পলাইন চালু করার জন্য। তিনি এও আশঙ্কা করেছেন, অনেক সময় প্রবীণ রোগীরা এমন পরিস্থিতির মধ্যে পড়ছেন যে ফোন করেও সাহায্য চাইতে পারছেন না। তাই আবাসনগুলিতে এই কমিটি খোঁজখবর রাখবে প্রবীণ নাগরিকদের।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজন পুলিশ ভারচুয়ালই এই আবাসনগুলির রেসিডেন্স ওয়েলফেয়ার কমিটির সঙ্গে যোগাযোগ রাখবে। কী কী করণীয় তা ভারচুয়ালই বৈঠক করে জানিয়ে দেবে। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুরসভার আধিকারিকরা বৈঠক করে এই বিষয়ে আলোচনা করে নেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.