Advertisement
Advertisement

Breaking News

ফের রাজ্য মন্ত্রিসভায় রদবদল, দায়িত্ব বাড়ল অমিতের

পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তরের দায়িত্বে চন্দ্রিমা৷

State Cabinet  reshuffled again
Published by: Kumaresh Halder
  • Posted:November 16, 2018 7:31 pm
  • Updated:November 16, 2018 9:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রশাসনিক কাজে গতি বাড়াতে ফের রাজ্য মন্ত্রিসভায় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অর্থমন্ত্রকের মতো গুরুপূর্ণ পদ সামলানোর পাশাপাশি  দায়িত্ব আরও বাড়ল অমিত মিত্রের৷ অর্থ, শিল্প ও তথ্যপ্রযুক্তি দপ্তর তো ছিলই, এখন থেকে ই-গভর্নমেন্ট দপ্তরও দেখবেন অমিত মিত্র৷ এতদিন এই দপ্তরটি দেখতেন চন্দ্রিমা ভট্টাচার্য৷ মন্ত্রিসভার রদবদলের জেরে এখন থেকে চন্দ্রিমা ভট্টাচার্য দেখবেন পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তর৷ এছাড়াও দায়িত্ব বেড়েছে অসীমা পাত্রের৷ এখন থেকে তিনি দেখবেন প্রোগ্রাম মনিটরিং দপ্তর৷   

[‘এ রাজ্যে তৃণমূলের শহিদ বেদি বানাব’, মমতাকে আক্রমণ রাহুল সিনহার]

রাজ্যে পরিবর্তনের সরকার আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম লক্ষ্য ছিল রাজ্যবাসীর কাছে ‘ই-গভর্ন্যান্স’-এর মাধ্যমে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া৷ তার সুফলও পেয়েছেন রাজ্যের কয়েক কোটি মানুষ৷ যত দিন যাচ্ছে, ততই গুরুত্ব বেড়েছে রাজ্য সরকারের ই-গভর্ন্যান্স দপ্তরের৷ বর্তমানে এই দপ্তরের আওতায় রাজ্যের সমস্ত দপ্তরকে  আনারও তোড়জোড় শুরু হয়েছে৷ নাগরিক পরিষেবা পাওয়া থেকে শুরু করে রাজ্য সরকারি সমস্ত দপ্তরের  তথ্যও জনসমক্ষে তুলে ধরার উপর গুরুত্ব বাড়ানো হয়েছে৷

Advertisement

[আবাসনে বেআইনি নির্মাণের অভিযোগ, প্রমোটারকে মার বাসিন্দাদের]

নবান্ন সূত্রে খবর, ই-গভর্ন্যান্স প্রকল্পের হাত ধরে এক লাফে ই-ট্রানজাকশন বা আর্থিক লেনদেনের সংখ্যা বাড়িয়ে নিয়েছে রাজ্য। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী ২০১৭ সালে রাজ্যে মোট বৈদ্যুতিন লেনদেনের সংখ্যা বেড়েছে ন’কোটির বেশি৷ একই সঙ্গে মাথা পিছু বৈদ্যুতিন আর্থিক লেনদেন বেড়ে দাঁড়িয়েছে এক হাজার টাকার বেশি৷ চলতি অর্থবর্ষেও এই সংখ্যা অনেকটাই বাড়বে বলেও আশা প্রকাশ করেছেন নবান্নের কর্তারা৷ রাজ্যের ইন্টারনেট প্রস্তুতি নিয়ে আইএএমএআই একটি রিপোর্টও প্রকাশ করেছে৷ ইন্টারনেট যোগাযোগের পরিকাঠামো, ইন্টারনেটের মাধ্যমে সরকারি পরিষেবা, নাগরিকদের অংশগ্রহণ ও সার্বিক তথ্যপ্রযুক্তি পরিষেবা-মূলত এ সব মাপকাঠির ভিত্তিতে রাজ্যগুলির ই-প্রস্তুতি সংক্রান্ত সূচক তৈরি হয়েছে। তালিকায় অনেকটাই উপরে রাজ্য৷ ইতিমধ্যে ‘গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস’ বা জিইএম পোর্টাল চালু করেছে অর্থদপ্তর। ওই পোর্টালের মাধ্যমেই সব ক’টি দপ্তরকে একছাতার নিচে আনার কাজও শেষ৷ এখন সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ায় রাজ্য সরকারের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement