Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

মহরমের সকালে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর, কী লিখলেন?

বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে নজরে পড়ছে মহরমের তাজিয়ার প্রস্তুতি। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

Mamata Banerjee posted special message on Muharram
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 17, 2024 10:51 am
  • Updated:July 17, 2024 3:44 pm  

গৌতম ব্রহ্ম: মহরমের সকালে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, “অন্যায়ের সঙ্গে আপস না করার শিক্ষা দেয় মহরম।” সকলকে একসঙ্গে শান্তির পথে এগোনোর বার্তাও দিলেন তিনি।

আজ মহরম। উৎসবে পালনে যাতে কারও সমস্যা না হয় সেদিকে প্রথম থেকেই নজর রাজ্যের। মঙ্গলবার এবিষয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। মুখ্যমন্ত্রীর সুরেই তিনি বলেন, “আমাদের যে স্লোগান ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এটা মাথায় রেখে সবাই উৎসব পালন করুন।” রাজীব কুমারের বার্তা, “মহরম ও উল্টোরথ-সহ বিভিন্ন উৎসবে সবাই পালন করুন। কিন্তু অন্যের সমস্যা বা অসুবিধা যেন না হয়, সেটা খেয়াল রাখবেন। পুলিশ, প্রশাসন সবরকমভাবে প্রস্তুতি সেরে রেখেছে।” এর পর বুধবার অর্থাৎ মহরমের সকালে নিজে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Advertisement

 

[আরও পড়ুন: বাসে বেশি ভাড়া নেওয়া-সহ একগুচ্ছ অভিযোগ, নিয়ম না মানলে চুক্তি বাতিল জানাল দপ্তর]

বুধবার সকাল থেকেই বিভিন্ন প্রান্তে নজরে পড়ছে মহরমের তাজিয়ার প্রস্তুতি। যে বড় তাজিয়াগুলো বেরনোর কথা সেগুলির রুট মাথায় রেখে পুলিশের তরফে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তা আটকে দেওয়া হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলোতে সকাল থেকেই মোতায়েন করা হয়েছে পুলিশ।

[আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অনন্ত আম্বানির বিয়ে, জেনে নিন এলাহি আয়োজনের হিসেব নিকেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement