Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

কলকাতায় ভার‍ত-মার্কিন যৌথ উদ্যোগে সেমিকন্ডাক্টর কারখানা, মোদি-বাইডেনের প্রশংসায় মমতা

আমেরিকা সফরে গিয়ে কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ।

Mamata Banerjee overjoyed on semiconductor plant in Kolkata
Published by: Anwesha Adhikary
  • Posted:September 23, 2024 3:00 pm
  • Updated:September 23, 2024 3:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকা সফরে গিয়ে কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত-মার্কিন যৌথ উদ্যোগে তৈরি হবে এই প্ল্যান্ট। এই প্রকল্পের কথা ঘোষণা হতেই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে পোস্ট করে দুই রাষ্ট্রনেতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, কলকাতায় এই সেমিকন্ডাক্টর কারখানা তৈরির ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করবে পশ্চিমবঙ্গ সরকার। কীভাবে এই মার্কিন বিনিয়োগ কলকাতায় এল, সেই যাত্রাও নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। 

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবনে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এমকিউ-৯বি প্রিডেটর ড্রোন কেনার চুক্তি নিয়ে কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। পাশাপাশি উঠে আসে কলকাতায় সেমিকন্ডাক্টর প্লান্ট তৈরির বিষয়টিও। বৈঠকের পর রবিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিবৃতি দিয়ে ঘোষণা করা হয় এই প্রকল্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, কলকাতায় কারখানা তৈরিতে কাজ করবে ‘ভারত সেমি’, ‘থার্ডআইটেক’ এবং ‘ইউএস স্পেস ফোর্স’ নামে তিনটি সংস্থা। এর ফলে দু’দেশে কর্মসংস্থান হবে, গবেষণা ক্ষেত্রেও উন্নতি হবে দুই দেশে। জানা গিয়েছে, ‘গ্লোবাল ফাউন্ডারিজ’ নামে নিউ ইয়র্কের একটি সংস্থা এই প্রকল্পে সহায়তা করবে। মূলত সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে কাজ করে এই সংস্থা। 

কলকাতার বুকে এই কারখানা তৈরি হলে বিরাট কর্মসংস্থানের পাশাপাশি তৈরি হবে দূষণমুক্ত দেশ। উন্নতি হবে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও। কীভাবে কলকাতায় এই প্রকল্প এল, সেই যাত্রার কাহিনী নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গত বছরের গোড়ার দিকে, রাজ্য আইটি বিভাগ এবং আমাদের পিএসইউ ওয়েবেল বেশ কিছু শীর্ষস্থানীয় সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে যোগাযোগ করে। কারণ কোভিড অতিমারীর পরে চিপ-ডিজাইন এবং প্যাকেজিং স্টার্টআপগুলি বিভিন্ন ওয়েবেল আইটি পার্কে স্থানান্তরিত হয়। এই বছর, রাজ্য সরকারের তত্ত্বাবধানে গ্লোবাল ভিএলএসআই কনফারেন্স ২০২৪য়ে অংশ নিয়েছিল সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষস্থানীয় সংস্থাগুলো। রাজ্যের নিরলস প্রচার এবং সক্ষমতার জোরেই ‘গ্লোবাল ফাউন্ডারিজ’এর এই বিনিয়োগ আসতে চলেছে কলকাতায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement