Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

‘লিস্ট তৈরি, মামলার কারণেই নিয়োগ করতে পারছি না’, OBC শংসাপত্র সংক্রান্ত আইনি জট নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

গত বছর ২২ মে কলকাতা হাই কোর্ট রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল। সেই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।

Mamata Banerjee opens up over OBC certificate cancellation issue

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:March 18, 2025 9:11 am
  • Updated:March 18, 2025 9:11 am  

গোবিন্দ রায়: রাজ্যে নিয়োগ আটকে রয়েছে OBC শংসাপত্র সংক্রান্ত আইনি জটেই। সোমবার ফুরফুরা শরিফ থেকে ফের এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘লিস্ট প্রায় তৈরি থাকা সত্ত্বেও মামলার কারণেই ডাক্তার-নার্সদের নিয়োগ করতে পারছি না’।

গত বছর ২২ মে কলকাতা হাই কোর্ট রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশ ছিল, ২০১০ সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করতে হবে। এর পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কলকাতা হাই কোর্টের এই নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। এ দিকে মামলাটি বিচারাধীন থাকার কারণে রাজ্যে কয়েক লক্ষ তরুণ-তরুণীর চাকরি (নতুন নিয়োগ) আটকে রয়েছে বলে আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সোমবার ফুরফুরা শরিফে ইফতারের অনুষ্ঠানে গিয়ে ফের এ কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওবিসি রিজার্ভেশন মামলা এই মুহূর্তে আদালতে বিচারাধীন, সে জন্য নিয়োগ বন্ধ। আমার লিস্ট প্রায় তৈরি থাকা সত্ত্বেও ডাক্তার-নার্সদের নিয়োগ করতে পারছি না।’এ দিন তিনি আরও জানান, হুগলিতে একটি পলিটেকনিক কলেজ এবং ১০০ শয্যার হাসপাতালের নামকরণ করা হবে পীরজাদা আবু বকর সিদ্দিকির নামে। তিনি জানান, হাসপাতালটি তৈরি হওয়ার পর চিকিৎসক নার্স-সহ সমস্ত পরিকাঠামো দিয়ে তা চালু করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement