Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

‘কোনওরকম ঢিলেমি বরদাস্ত নয়’, ‘লালফিতের জট’ কাটাতে শিল্প বৈঠক থেকে কড়া বার্তা মমতার

আর কী বললেন মুখ্যমন্ত্রী?

Mamata Banerjee opens up over industrial meeting
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 3, 2025 5:52 pm
  • Updated:March 3, 2025 6:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর সোমবার প্রথমবার নবান্নে শিল্প বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে জোর দেওয়ার কথাই বললেন তিনি। ‘লালফিতের জট’ কাটাতে তৎপর মুখ্যমন্ত্রী  বললেন, যে ফাইল আটকে রয়েছে, তা কেন আটকেছে, দ্রত তা খতিয়ে দেখে সেই সংক্রান্ত সমস্যা নিষ্পত্তি করতে হবে। সাফ জানালেন, কোনওরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। 

Advertisement

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মলনের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বহু শিল্পপতি বাংলায় লগ্নির ইচ্ছে প্রকাশ করেছেন। তারপর সোমবার বিকেলে শিল্প বৈঠক করলেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রী স্টেট লেভেল সিনার্জি কমিটি তৈরির কথা বললেন মুখ্যমন্ত্রী। জানালেন, প্রতি ৪ সপ্তাহ পর বৈঠক করবে এই কমিটি। দীর্ঘদিন ধরেই বহু ফাইল আটকে রয়েছে। যে কারণে আটকে বেশ কিছু ক্ষুদ্র ও মাঝারি শিল্প। সেই সমস্যা সমাধানে আধিকারিকদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। ভালো করে ফাইল স্টাডি করে দ্রুত সমস্যা সমাধানের বার্তাই দিলেন তিনি। তাঁর কথায়, “গড়িমসির জন্য বাংলার ভবিষ্যৎ যেন বিপন্ন না হয়।”

অনেকক্ষেত্রেই বিভিন্ন কারণে স্থানীয় নেতাদের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ ওঠে। এদিন মুখ্যমন্ত্রী বললেন, “কেউ টাকা চাইলে সরাসরি অভিযোগ করুন। সরকারি কাজের জন্য কারও থেকে টাকা নেওয়া অপরাধ।” জেলায় জেলায় কো অর্ডিনেশন কমিটি তৈরির করার কথাও বলেন তিনি। বহুতল তৈরির জন্য বিভিন্ন জায়গায় বসতি উচ্ছেদ হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী জানান, বসতি ফাঁকা করে বিল্ডিং নয়। এর জন্য ফাঁকা জমি ব্যবহারের নির্দেশ দিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub