Advertisement
Advertisement

Breaking News

করোনার জেরে এবার ২১ জুলাই ভারচুয়াল সভা করবে তৃণমূল? মুখ খুললেন মমতা

ইতিমধ্যেই ভার্চুয়াল সভা করতে শুরু করেছে বিজেপি।

Mamata Banerjee opens on TMC's virtual meeting on July 21
Published by: Bishakha Pal
  • Posted:June 8, 2020 7:44 pm
  • Updated:July 20, 2022 5:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ পর্যন্ত আপতত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তারপরও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়া নিয়ে রয়েছে ঘোর সংশয়। তাই ২১ জুলাইয়ের সভা নিয়েও রয়েছে ধোঁয়াশা। প্রতিবছর এই সভায় যোগ দেন রাজ্যের বিভিন্ন প্রান্তের লক্ষাধিক মানুষ। এবার পরিস্থিতি ভিন্ন। সোমবার নবান্নে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সেদিন কী হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন। ৩০ জুন পর্যন্ত এ রাজ্যেও চলবে লকডাউন। তারপর যদি লকডাউন উঠেও যায়, তবু সভা করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণ প্রতি বছর ২১ জুলাই যেভাবে সভা অনুষ্ঠিত হয় আর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে পরিমাণ লোক আসে, তা এ বছর সম্ভব হবে না। তবে কি ভারচুয়াল সভার আয়োজন করবেন তৃণমূল নেত্রী? ইতিমধ্যেই ভারচুয়াল সভা ও ই-ব়্যালি শুরু করেছে বিজেপি। তৃণমূল সুপ্রিমোও কি সেই পথেই হাঁটতে চলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এ ব্যাপারে টালবাহানা জিইয়ে রাখলেন। তিনি এদিন সরাসরি জানিয়ে দিলেন ভারচুয়াল সভা করতে কোটি কোটি টাকা খরচ হয়। বিজেপি তাই করছে। তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রশাসনিক ব্যাপারে অনেকের সঙ্গে কথা বলছেন। কিন্তু ভিডিও কনফারেন্সিং ও ভারচুয়াল সভার মধ্যে ফারাক রয়েছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী।

Advertisement

[ আরও পড়ুন: করোনা আবহে ভাতা বাড়ছে রাজ্যের জুনিয়র চিকিৎসকদের, ঘোষণা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ]

পরের বছর বাংলায় বিধানসভা নির্বাচন। নির্ধারিত সময়ে ভোট হলে এ বছর ২১ জুলাই তৃণমূলের কাছে শেষ শহিদ দিবস। তাই এই সভার প্রয়োজনীয়তা অসীম। এই সভাটিকে তাই কোনওভাবেই হেলায় হারাতে চাইবে না তৃণমূল। আবার পরিস্থিতির বিচার করলে লোকসমাগম করে সভা হওয়াও সম্ভব নয়। করোনা আবহে ভারচুয়াল সভাই অন্যতম সেরা উপায়। কিন্তু মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, তিনি এখনই এই বিষয়ে কিছু জানাতে পারবেন না। দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তাই ২১ জুলাইয়ের সভা ভারচুয়ালি হবে কিনা, তা জানতে এখনও কিছুদিনের অপেক্ষা।

[ আরও পড়ুন: করোনা ও লকডাউনই সহায়! তলানিতে গাড়ি-বাইক চুরি, মাথায় হাত সিন্ডিকেটের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement