Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

আচমকা নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, কথা বললেন কর্মীদের সঙ্গে

অধিকাংশ চেয়ার ফাঁকা দেখে কর্মীরা কোথায় জানতে চাইলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee makes surprise visit at Nabanna, speaks to staff | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 15, 2023 1:42 pm
  • Updated:March 15, 2023 1:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা নবান্নের পাঁচতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘুরে দেখলেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর। কথা বললেন কর্মীদের সঙ্গে। তবে অধিকাংশ চেয়ার ফাঁকা দেখে কর্মীদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুললেন তিনি।

বুধবার দুপুরে নবান্নে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন নিজের ঘরে না গিয়ে তিনি ঢুকে পড়েন পাঁচতলায়, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরে। আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে স্বাভাবিকভাবেই হতচকিত হয়ে পড়েন কর্মীরা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান সকলে। ঢুকেই মুখ্যমন্ত্রী দেখেন অধিকাংশ চেয়ারই ফাঁকা। দেখা নেই কর্মীদের।

Advertisement

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দপ্তরে হাজিরা ‘কালীঘাটের কাকু’র, সঙ্গে দুই আইনজীবী]

এরপরই উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সম্ভবত তিনি জানতে চান, ধর্মঘটের দিন কর্মীরা এসেছিলেন কি না। পাশাপাশি এদিন এত কর্মী আসেননি কেন, তাও জিজ্ঞেস করেন। বেশ কিছুক্ষণ উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তারপর চলে যান নিজের ঘরে।

তবে এই ঘটনায় প্রশ্ন, হঠাৎ কেন এই পরিদর্শন? তবে কি স্বরাষ্ট্র ও পার্বত্য দপ্তরের বিরুদ্ধে অভিযোগ গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? তা অজানা। তবে সূত্রে খবর, ১০ মার্চ অর্থাৎ ডিএ-এর দাবিতে ধর্মঘটের দিন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরে কর্মীদের উপস্থিতির হার ছিল সব থেকে কম।

[আরও পড়ুন: আদালত অবমাননার অভিযোগ, এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ বিকাশরঞ্জন ভট্টাচার্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement