সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে রাজ্য এবং কলকাতা পুলিশ (Kolkata Police) আধিকারিক এবং কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। সুখবর পেলেন কনস্টেবল পদের চাকরিপ্রার্থীরা। বাড়ল কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা। বাড়ানো হল পদোন্নতির বয়সও। বেতন বাড়ল পুলিশের গাড়ি চালকদেরও। আবার কলকাতা এবং রাজ্য পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টরদের পোশাকের খরচ দেওয়ার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দুর্গাপুজোর মিছিলে সকলকে আহ্বান জানান তিনি। পাশাপাশি পুলিশের জন্য একের পর এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
আর কী কী জানালেন তিনি?
- পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা বেড়ে হল ৩০ বছর। আগে এই বয়সসীমা ছিল ২৭ বছর।
- পুলিশে কর্তব্যরত অবস্থায় কারোর মৃত্যু হলে পরিবর্তে পরিবারের কাউকে পুলিশের চাকরির ক্ষেত্রে শারীরিক সক্ষমতা এবং বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
- সিভিক ভলান্টিয়ার্স. ভিলেজ পুলিশ, হোমগার্ড, সিভিল ডিফেন্স থেকে পুলিশ কনস্টেবলে পদোন্নতির ক্ষেত্রেও বয়সেও ছাড়। পদোন্নতিতে বয়সের ঊর্ধ্বসীমা ২৭-এর পরিবর্তে হল ৩৫ বছর। এবার ৩৫ বছর পর্যন্ত পদোন্নতির আবেদন করা যাবে না।
- কলকাতা পুলিশের চুক্তিভিত্তিক গাড়ি চালকরা পেতেন ১১ হাজার ৫০০ টাকা। বেতন বেড়ে হল ১৩ হাজার ৫০০ টাকা।
- রাজ্য পুলিশের গাড়ি চুক্তিভিত্তিক চালকরা পেতেন ১৩ হাজার ৫০০ টাকা। সেই বেতন বেড়ে হল ১৫ হাজার টাকা।
- চুক্তিভিত্তিক চালকরা স্থায়ী চাকরির পরীক্ষায় বসলে বিশেষ সুযোগ পাবেন।
- কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের ওয়ারলেস অপারেটরা দীর্ঘদিন পদোন্নতি পায়নি। এবার তাঁদের পদোন্নতিতেও বিশেষ সুযোগ।
- কনস্টেবল থেকে অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টর, অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টর থেকে সাব ইন্সপেক্টর পদে পদোন্নতিতে সুযোগ।
- মাউন্ট পুলিশের সহিসদেরও পদোন্নতির ব্যবস্থা।
- কলকাতা পুলিশের এসিপি এবং ডিসিপিরা ইউনিফর্ম অ্যালাওন্স বা পোশাক ভাতা হিসেবে বছরে ১৫ হাজার টাকা পাবেন।
- পুলিশের SI, ASI এবং কনস্টেবলরা এতদিন ইউনিফর্মের কিট পেতেন। পরের আর্থিক বছর থেকে ইউনিফর্ম ভাতা পাবেন। ইন্সপেক্টর পাবেন ১০ হাজার টাকা, সাব ইন্সপেক্টর পাবেন সাড়ে ৭ হাজার, অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টর পাবেন ৬ হাজার টাকা, কনস্টেবল পাবেন ৫ হাজার টাকা।
- এবছর কিট পেয়েছেন তাই পোশাক রক্ষণাবেক্ষণের দরুন কিছু টাকা দেওয়া হবে। ইন্সপেক্টর পাবেন সাড়ে ৪ হাজার টাকা, সাব ইন্সপেক্টর পাবেন ৪ হাজার, অ্যাসিট্যান্ট সাব ইন্সপেক্টর পাবেন ৩ হাজার টাকা, কনস্টেবল পাবেন ৩ হাজার টাকা।