Advertisement
Advertisement
Jago Bangla

‘মমতাই এখনও বিরোধী মুখ, কংগ্রেস নয়’, ‘জাগো বাংলা’য় রাহুল গান্ধীর বক্তব্যের পালটা তৃণমূলের

আর কী লেখা হয়েছে 'জাগো বাংলা'র সম্পাদকীয়তে?

Mamata Banerjee is the face of opposition, TMC counters Congress in editorial part of Jago Bangla, TMC's mouthpiece | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:May 16, 2022 11:44 am
  • Updated:May 16, 2022 12:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও আঞ্চলিক দল নয়, বিজেপিকে (BJP) হারাতে হলে কংগ্রেসকেই লড়তে হবে। তিনদিনের চিন্তন শিবিরে বক্তৃতা দিতে গিয়ে এমনটাই বলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। অর্থাৎ পক্ষান্তরে তৃণমূলের রাজনৈতিক ক্ষমতা, লড়াইয়ের শক্তি নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন তিনি। এবার তাঁর সেই বক্তব্যের পালটা দিল বাংলার শাসকদল। তৃণমূলের (TMC) মুখপত্র ‘জাগো বাংলা’য় প্রকাশিত সম্পাদকীয়তে লেখা হয়েছে – ”কংগ্রেসই যে বিজেপির আসল বিরোধী, সেটা এখন আর মানুষ বিশ্বাস করেন না। মানুষ নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিরোধী মুখ। রাজ্যে রাজ্যে কংগ্রেস কার্যত অপাংক্তেয়।” রাহুল গান্ধীর এহেন মন্তব্য শুধু তৃণমূল বা আঞ্চলিক দলগুলিকেই ছোট করা নয়, নিজের দলের পক্ষেও যে বেশ বিড়ম্বনার, তা উল্লেখ করা হয়েছে ‘জাগো বাংলা’য়।

Advertisement

রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরের শেষদিন ছিল রবিবার। ওইদিন নিজের বক্তব্যে কংগ্রেসের (Congress) জনবিচ্ছিন্নতার কথা স্বীকার করেও রাহুল গান্ধী (Rahul Gandhi) দাবি করেছিলেন, বিজেপিকে হারাতে পারে একমাত্র কংগ্রেসই, কোনও আঞ্চলিক দল নয়। বিজেপির বিরুদ্ধে লড়াইটা আদর্শের। আর আঞ্চলিক দলগুলির কোনও আদর্শ নেই। বিজেপিকে হারাতে হলে তাই কংগ্রেসকে কংগ্রেসের মতো করেই লড়তে হবে।

[আরও পড়ুন: তাজপুরে কাঁকড়া খেয়ে বিপত্তি, প্রাণ গেল সোদপুরের বৃদ্ধের

দিন কয়েক আগে ভোটকুশলী প্রশান্ত কিশোর কংগ্রেসকে পরামর্শ দিয়েছিলেন, ২০২৪ লোকসভা নির্বাচনে (2024 lok Sabha Election) বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলের সঙ্গে জোট করে লড়াই করা উচিত। কিন্তু রাহুল সেই পরামর্শ কার্যত উড়িয়ে দিলেন। তাঁর সাফ কথা, কোনও আঞ্চলিক দল বিজেপিকে হারাতে পারবে না। কারণ এটা আদর্শের লড়াই। আর আঞ্চলিক দলগুলির নির্দিষ্ট আদর্শ নেই। আঞ্চলিক দলগুলি আলাদা আলাদা উদ্দেশ্যে লড়াই করে।

[আরও পড়ুন: ভরা রাস্তায় মহিলা আইনজীবীকে লাথি ও চড়, বাঁচাতে এলেন না পথচারীরা!]

এবার রাহুলের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলীয় মুখপত্রে তোপ দাগল বাংলার শাসকদল তৃণমূল। ‘জাগো বাংলা’র সম্পাদকীয়তে ‘চিন্তনের চিন্তা’ শীর্ষক প্রতিবেদনে লেখা হয়েছে, ”নিজের ঘরই বিধ্বস্ত, আর সে কি না অন্যের ঘরে উঁকি দিয়ে দেখার চেষ্টা করছে, অন্যের ভুল ধরার ফন্দি খুঁজছে। উদ্দেশ্য একটাই, নিজের দোষ ঢেকে অন্যকে দোষী করে তোলা। যে কাজটা কংগ্রেসের তথাকথিত চিন্তন শিবিরে বহু চিন্তা করে সোনিয়াপুত্র রাহুল গান্ধী সুচারু ভঙ্গিতে করার চেষ্টা করছেন।” কংগ্রেসের সংগঠনের পরিস্থিতি কেমন, তা প্রতিটি লাইনে উল্লেখ করে রাহুল গান্ধীর বক্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের মুখপত্রে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement