Advertisement
Advertisement
Mamata Banerjee

অনেকটাই সুস্থ মুখ্যমন্ত্রী, সোমে কাটা হতে পারে সেলাই

চিকিৎসকদের কড়া নজরদারিতে মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee is feeling better after injured in accident

নিজস্ব ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:March 17, 2024 4:31 pm
  • Updated:March 17, 2024 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার দুর্ঘটনার জেরে প্রায় অজ্ঞান অবস্থায় এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে আসা হয় আহত মুখ্যমন্ত্রীকে (Chief Minister)। সেই দুর্ঘটনার দু’দিন পর অনেকটাই সুস্থ তিনি। তবে রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে। আগামিকাল সোমবার তাঁর কপাল ও নাকের সেলাই কাটা হতে পারে বলেই জানা যাচ্ছে।

চিকিৎসকদের তরফে জানা যাচ্ছে, আগের চেয়ে অনেকটাই ভালো আছেন মমতা। মাথায় ব্যথা থাকলেও আগের তুলনায় তা অনেকটা কম। অ্যান্টিবায়োটিক চলছে। চিকিৎসকদের তরফে জানা গিয়েছে, আগামিকাল সোমবার তাঁর কপাল ও নাকের সেলাই কাটা হতে পারে। বর্তমানে বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Advertisement

[আরও পড়ুন: এই শেষবার, আর ভোট হবে না বক্সার ভুটিয়া বসতিতে]

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। সেদিন সন্ধেবেলা কোনওভাবে বাড়িতে পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী। তৃণমূলের তরফে সোশাল মিডিয়ায় আহত মমতার ছবি প্রকাশ্যে আনা হয়েছিল। যেখানে দেখা যায়, তাঁর কপালে গভীর ক্ষত। সেখান থেকে নাক ও গলায় রক্ত গড়িয়ে পড়েছে। দুর্ঘটনার পরপরই তাঁকে নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। উডবার্ন ব্লকের সাড়ে ১২ নং VVIP কেবিনে দ্রুত ভর্তি করিয়ে শুরু হয়েছিল চিকিৎসা।

[আরও পড়ুন: আবাসে দুর্নীতি! তৃণমূলের পুর-চেয়ারম্যানকে দুষে বিজেপি যোগের হুমকি কাউন্সিলরের]

রাত সাড়ে ১০ টা নাগাদ চিকিৎসকরা জানান, ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। কপালে ৩টি ও নাকে একটি স্টিচ পড়েছে। মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হলেও তিনি বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি একাধিক জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা। রাজ্যের নানা প্রান্তে মুখ্যমন্ত্রীর সুস্থতা প্রার্থনা করে পুজো দেওয়া হয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement