Advertisement
Advertisement

সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে জনসংযোগে জোর, মন্ত্রীদের বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যে তৈরি হবে নতুন স্কিল ডেভেলপমেন্ট সিটি, সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতেই ঘোষণা মমতার।

Mamata Banerjee instructs Ministers to focus on grass root level | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:May 2, 2023 5:06 pm
  • Updated:May 2, 2023 5:06 pm  

গৌতম ব্রহ্ম: নিজের এলাকায় গিয়ে জনসংযোগ করুন। সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে মন্ত্রীদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকের আগে মন্ত্রীদের বিশেষ কয়েকটি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন মন্ত্রিসভার বৈঠকের আগে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের বলেন, মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে। আরও বেশি করে মিশতে হবে। মন্ত্রীদের মমতার নির্দেশ, “আজকের দিনে তৃতীয়বারের জন্যে জয়ী হয়েছিল মা-মাটি-মানুষের সরকার। পারলে নিজেদের এলাকায় গিয়ে ফলমূল, মিষ্টি বিতরণ করুন। হাসপাতালে যান, গরিব মানুষের বাড়ি যান। আজ যদি সম্ভব নাও হয়, কাল যান।” মোদ্দা কথা, মমতা মন্ত্রীদের এলাকায় গিয়ে জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: ক্ষমতায় এলে নিষিদ্ধ হবে বজরং দল! কর্ণাটকের ইস্তেহারে ঘোষণা কংগ্রেসের]

তৃতীয় তৃণমূল (TMC) সরকারের বয়স এখন দু’বছর। এই দু’বছরে কিছুটা হলেও বদলেছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। নিয়োগ দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করে চলেছে বিরোধী শিবির। আবার চাপ আসছে কেন্দ্র থেকেও। মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যকে অর্থনৈতিক অবরোধের মুখে ফেলার ষড়যন্ত্র করে চলেছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার। এসবের মধ্যে আবার সাগরদিঘির উপনির্বাচনে পরাজিত হতে হয়েছে শাসকদলকে। তাই জনসংযোগের প্রয়োজনীতা যে রয়েছে, সেটা হয়তো বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

[আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ৪ মাস ধরে অধ্যাপিকাকে যৌন হেনস্তার অভিযোগ, FIR ডিনের বিরুদ্ধে]

এদিকে সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতেই বেকারদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, স্কিল ডেভেলপমেন্ট সিটি তৈরি হচ্ছে রাজ্যে। রাজারহাটে বেসরকারি উদ্যোগে একটি স্কিল ডেভেলপমেন্ট সিটি (Skill Development City) তৈরি হবে। যেখানে একাধারে ট্রেনিং এবং ক্যাম্পাসিং হবে। যার অর্থ একই সঙ্গে দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান দুটোই হবে একই জায়গায়। এই প্রকল্পের জন্য ৭২.৩৩ একর জমি দিচ্ছে রাজ্য সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement