Advertisement
Advertisement
Mamata Banerjee

Mamata Banerjee: কপ্টার দুর্ঘটনার ধাক্কা সামলে কেমন আছেন? প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী

বড় বিপদ থেকে রক্ষা পাওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Mamata Banerjee: How is CM Mamata Banerjee after chopper accident, she tweets on her health | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 29, 2023 4:30 pm
  • Updated:June 29, 2023 6:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দুই আগে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রচার সেরে উত্তরবঙ্গ থেকে আকাশপথে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল মুখ্যমন্ত্রীর কপ্টার। বড় বিপদ এড়াতে সেবক সেনাছাউনিতে জরুরি অবতরণ করানো হয় তাঁর কপ্টারটি। দুই অভিজ্ঞ পাইলট নিজেদের দক্ষতায় নিরাপদে অবতরণ করান। তবে ভয়ংকর দুলুনির চোটে মুখ্যমন্ত্রীর কোমরে, পায়ে চোট লাগে। তিনি কলকাতা ফিরেই এসএসকেএম (SSKM) হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করান। তারপর ফিরে যান বাড়িতে। সেই দুর্ঘটনা নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। টুইটে তিনি বিস্তারিত জানালেন, কীভাবে বিপদ থেকে রক্ষা পেলেন। এখন কেমন আছেন? তাও জানিয়েছেন টুইটে।

বৃহস্পতিবার দুপুর নাগাদ টুইট (Tweet) করেন মুখ্যমন্ত্রী। জানান, মঙ্গলবার সেবক সেনাছাউনিতে তাঁর কপ্টারটিকে জরুরি অবতরণ করানো হল। ভগবানের অশেষ আশীর্বাদ, পাইলটদের দক্ষতা ও ডাক্তারদের দারুণ প্রচেষ্টায় তিনি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। তাঁদের সকলকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়েছেন। এই মুহূর্তে তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন। পা ও কোমরে চোট থাকায় বাড়িতেই ফিজিওথেরাপি (physiotherapy) হচ্ছে বলে জানান।

[আরও পড়ুন: প্রশাসনের অনুমতি ছাড়া আবাসনে পশুহত্যা নয়, ইদ নিয়ে নির্দেশ বম্বে হাই কোর্টের]

এদিন হাসপাতালের তরফে দেওয়া মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টে তাঁকে লম্বা সফরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। সঙ্গে ফিজিওথেরাপি আর সাবধানে চলাফেরা করতে হবে তাঁকে। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেও মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে নন্দীগ্রামে (Nandigram) গিয়ে বিরুলিয়া বাজারে পায়ে আঘাত পান। প্লাস্টার হয়, হুইলচেয়ারে চলাফেরা করতে হয়েছিল তাঁকে। সেই অবস্থাতেই প্রচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার তাঁকে বেশি ঘোরাফেরা করতে বারণ করা হয়েছে। আর তাই পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় প্রচারে আদৌ তিনি যাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

[আরও পড়ুন: পর্যটকদের জন্য সুখবর, হাওড়ার দুই ট্রেনে যোগ হচ্ছে ভিস্তাডোম কোচ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement