Advertisement
Advertisement

‘রাজীবের পাশে আছি’, পুলিশদের সম্মান প্রদান অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রীর

এদিনের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী৷

Mamata Banerjee gives award to police officer
Published by: Sayani Sen
  • Posted:February 4, 2019 7:02 pm
  • Updated:February 4, 2019 7:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে পুলিশ আধিকারিকদের সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে একহাত নিলেন তিনি৷ বললেন, ‘‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মিথ্যে অভিযোগ প্রমাণ করার যতই চেষ্টা করুক, রাজীব কুমারের পাশে আছি আমরা৷’’ 

[আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধি, রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর]

এতদিন ঠান্ডা লড়াই চলছিল পুলিশ ও সিবিআইয়ের৷ আদালতেও গড়িয়েছিল অশান্তির জল৷ রবিবার কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করতে আসে সিবিআই৷ এরপর ওইদিন সন্ধে থেকে সম্মুখ সমরে জড়িয়ে পড়েছে দু’পক্ষ৷ কেন্দ্রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ একাধিক নেতামন্ত্রী৷ গণতন্ত্রকে রক্ষা করার লড়াইয়ের আন্দোলনে যোগ দিয়েছেন মানবী মুখোপাধ্যায়, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি-সহ আরও অনেকে৷ সোমবার একগুচ্ছ কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর৷ আচমকা এই প্রতিবাদ-আন্দোলনের জেরে কোনও কর্মসূচি বাতিল হোক, তা চাননি রাজ্যের প্রশাসনিক প্রধান৷ ধরনা মঞ্চের পাশে একটি অস্থায়ী ঘর তৈরি করেই চলছে যাবতীয় প্রশাসনিক কাজ৷ ধরনা মঞ্চ থেকে পুলিশ আধিকারিকদের পদক প্রদানও করা হয়৷

Advertisement

[ডিজি-সিপির বিরুদ্ধে মামলা, নতুন দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে সিবিআই ডিরেক্টর]

সত্যাগ্রহ আন্দোলনের মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বারবারই উঠে এসেছে সিবিআইকে কাজে লাগিয়ে পুলিশ কমিশনারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে সরব হওয়ার প্রসঙ্গ৷ তিনি বলেন, ‘‘প্রত্যেক মানুষের সম্মান রয়েছে৷ দিল্লি থেকে বসে এরকম করা যায় না৷ এটা আমার রাজনীতি নয়৷ কোনও প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যায় না৷’’ চিটফান্ড প্রসঙ্গেও এদিন সুর চড়ান মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘১৯৮০ সালে চিটফান্ড তৈরি হয়েছে৷ ক্ষমতায় আসার পর আমরা সুদীপ্ত সেনকে গ্রেপ্তার করি৷ সিট তৈরি করি৷’’

[সমানে সমানে টক্কর সিবিআই-রাজ্য পুলিশের, হাই কোর্টে পালটা আবেদন রাজীব কুমারের]

রাজীব কুমারের প্রশংসা করে রবিবার সকাল সকালই একটি টুইট করেন মুখ্যমন্ত্রী৷ সোমবারের ধরনা মঞ্চ থেকে রাজ্য পুলিশের প্রশংসা করেন তিনি৷ তাঁর কথায়, ‘‘পুলিশ সার্ভিস খুব কষ্টকর৷ এ কাজ করার আগে তাঁদের দীক্ষা নিতে হয়৷ আমরা যখন উৎসব করি, তখন ওরা আনন্দ করে৷’’ কলকাতা এবং রাজ্য পুলিশের আধিকারিকদের অভিনন্দনও জানান মুখ্যমন্ত্রী৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement