তরুণকান্তি দাস: রাজ্যবাসীর জন্য সুখবর। এবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ননস্টপ ছুটবে “বাংলাশ্রী এক্সপ্রেস”। বুধবার নবান্ন থেকে “বাংলাশ্রী এক্সপ্রেস”-এর সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০টি রুটের ননস্টপ বাসের সূচনা করেন তিনি। বাস উদ্বোধনের অনুষ্ঠানে “সেফ ড্রাইভ, সেভ লাইফ” প্রকল্পে জোর দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
বিভিন্ন প্রয়োজনে রাজ্যের জেলা সদরগুলি থেকে শহরে আসতে হয় অনেককেই। কিন্তু গন্তব্যে পৌঁছানোর জন্য একমাত্র ভরসা ট্রেন। নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছাতে না পারলে ভোগান্তির শিকার হতে হত তাঁদের। সেই ভোগান্তি দূর করতে ও জেলা সদরগুলির সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থাকে আরও জোরদার করতে উদ্যোগী রাজ্য সরকার। আমজনতার কথা ভেবে “বাংলাশ্রী এক্সপ্রেস”-এর সূচনা করলেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্ন থেকে কলকাতা-পুরুলিয়া, কলকাতা-রায়গঞ্জ, কলকাতা-তমলুক, কলকাতা-সিউড়ি, কলকাতা-ঝাড়গ্রাম, কলকাতা-জলপাইগুড়ি, কলকাতা-আলিপুরদুয়ার-সহ একাধিক রুটের বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট সময়ে স্টপেজ থেকে ছাড়বে এই বাসগুলি। ২০টি রুটে চলবে ননস্টপ এই ভলভো বাস। মধ্যবিত্তের কথা মাথায় রেখেই বাসের ভাড়া নির্ধারণ করবে রাজ্য পরিবহণ দপ্তর। বাসের পাশাপাশি এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ২২টি এসি অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই শহর ও শহরতলির নানা প্রান্তে ই-বাস পরিষেবাও চালু করবে রাজ্য সরকার।
এছাড়াও এদিনের মঞ্চ থেকে দুর্ঘটনা রোধে “সেফ ড্রাইভ, সেভ লাইফ” কর্মসূচির ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, “বাংলাশ্রী এক্সপ্রেস”-এর আওতাধীন প্রত্যেকটি বাসের স্টিয়ারিংয়ের সামনে লেখা রয়েছে “সেফ ড্রাইভ, সেভ লাইফ”। গাড়ি চালাতে চালাতে ওই লেখা চোখে পড়বে চালকদের। সাবধানে গাড়ি চালানোর ব্যাপারে এভাবেই কাউন্সেলিং করানো হবে চালকদের। তা থেকেই কমবে দুর্ঘটনার সম্ভাবনা। আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটি বাস, ট্যাক্সি, লরি ও অন্যান্য ছোট গাড়ির পেছনে পরিবহণ দপ্তরের উদ্যোগে “সেফ ড্রাইভ, সেভ লাইফ” লেখারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাংলা, ইংরাজি ও হিন্দি তিনটি ভাষাতেই “সেফ ড্রাইভ, সেভ লাইফ” লেখা থাকবে। “সেফ ড্রাইভ, সেভ লাইফ”-এর প্রচার শিশুদের দিয়ে করানোরও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মা উড়ালপুলে দুর্ঘটনা বা গাড়ির ব্রেক ডাউন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মা উড়ালপুলের মতো গতিময় কিন্তু সংকীর্ণ জায়গায় গাড়ি খারাপ হয়ে গেলে কীভাবে রেকার ভ্যান দিয়ে সেই জায়গাটি অতি সহজেই পরিষ্কার করা যায় তা নিয়ে পরিবহণ দপ্তরকে চিন্তাভাবনা করতে বলেছেন মুখ্যমন্ত্রী।
ছবি: অমিত ঘোষ
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.