Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

‘সম্প্রীতিই একতা’, সাধারণতন্ত্র দিবসে মুখ্যমন্ত্রীর বার্তা

ছিল সম্প্রীতির ট্যাবলো।

Mamata Banerjee delivers speech on communal harmony during Republic Day
Published by: Paramita Paul
  • Posted:January 26, 2024 1:01 pm
  • Updated:January 26, 2024 1:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসে রেড রোডের কুচকাওয়াজেও সম্প্রীতির বার্তা। রাখা হয়েছিল ‘একতাই সম্প্রীতি’র ট্যাবলো। রাজ্য রাজনীতিতে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনই কলকাতায় সংহতি যাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেই সম্প্রীতির বার্তা আরও একবার তুলে ধরলেন তিনি। তাতে বড় অক্ষরে লেখা ‘ধর্ম যার যার, উৎসব সবার’। ট্যাবলোর ছবিতে ছিল দক্ষিণশ্বরের মন্দির, নাখোদা মসজিদ ও গির্জার ছবি। বহু ধর্মের প্রতীক দিয়ে সাজানো হয়েছিল ট্যাবলো। আঁকা ছিল একটি গাছের অবয়ব। যার নিচে লেখা ‘একতা বৃক্ষ’। বিভিন্ন ধর্মের শিশুদের মুখ ট্যাবলোতে ব্যবহার করা হয়েছিল। ট্যাবলোটি করা হয়েছিল পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে।

Advertisement

[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবস উদযাপন LIVE UPDATE: দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর]

শুধু সম্প্রীতির ট্যাবলো নয়, ছিল একাধিক সরকারি প্রকল্পের ট্যাবলো। পথশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার-সমস্ত সরকারি প্রকল্পের ট্যাবলো ছিল কুচকাওয়াজে। এবারই প্রথম সরকারি প্রকল্পের উপভোক্তারাও কুচকাওয়াজে হাঁটলেন। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর উপভোক্তারা সাধারণতন্ত্র দিবসে অংশ নেন। 

সকাল সাড়ে ১১টা নাগাদ রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। এসেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। তিনিই জাতীয় পতাকা উত্তোলন করেন।  

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধাক্কা বিচারপতি গঙ্গোপাধ্যায় ও সিনহার, প্রাথমিক ‘মামলা’ ডিভিশন বেঞ্চে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement