Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee to Amit Shah

‘রাজনীতিবিদের থেকেও বড় হয়েছে আপনার ছেলে’, শুভেচ্ছার ছলে শাহকে খোঁচা মমতার

ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ।

Mamata Banerjee congratulates Amit Shah on Jay Shah becoming ICC Chairman
Published by: Anwesha Adhikary
  • Posted:August 29, 2024 6:29 pm
  • Updated:August 29, 2024 8:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। এবার তাঁর বাবা অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘শুভেচ্ছা’ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আপনার ছেলে রাজনীতিবিদ হয়নি। কিন্তু তার থেকেও আরও গুরুত্বপূর্ণ পদে বসেছে।’ ওয়াকিবহাল মহলের অধিকাংশের মতে, জয় শাহকে শুভেচ্ছা জানানোর ছলে আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো।  

[আরও পড়ুন: কর্মক্ষেত্র শিবাজি পার্কে বসবে রমাকান্ত আচরেকরের মূর্তি, সরকারের সিদ্ধান্তের প্রশংসা শচীনের]

গত মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ। তার পরে বৃহস্পতিবার এই বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন মুখ্যমন্ত্রী। শুরুতেই শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তার পরে বলেন, “আপনার ছেলে রাজনীতিতে যোগ দেয়নি। কিন্তু আইসিসি চেয়ারম্যান হয়েছে। এমন একটা পদে নির্বাচিত হয়েছে যেটা রাজনীতিবিদদের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার পুত্র নিঃসন্দেহে অনেক বেশি ক্ষমতা পেয়েছেন। অনবদ্য এই সাফল্যের জন্য আপনাকে অনেক শুভেচ্ছা জানাই।”

ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে আইসিসি চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাই করেননি আর কোনও বোর্ড কর্তা। মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সময়সীমার মধ্যে আর কোনও প্রার্থীই মনোয়ন দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ। আইসিসির প্রত্যেক সদস্যের সম্মতি পেলেও পিসিবির ভোট পড়েনি জয় শাহর ঝুলিতে। বর্তমানে আইসিসির সদস্য ১৬টি দেশ। তার মধ্যে ১৫টি দেশই সমর্থন করেছে শাহকে। ব্যতিক্রম কেবল পাকিস্তান। 

[আরও পড়ুন: রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ টেস্ট ম্যাচ পাকিস্তানের, দলে নেই তারকা পেসার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement